বার্সার শিরোপা পুনরুদ্ধার
১৭ মে ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ১৭ মে ২০২৫, ১২:৫৮ এএম

দুই ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে এমন সমীকরণের ম্যাচে বার্সার সামনে বাঁধা হয়ে দাড়াতে পারেনি নীচু সারির দল এসপানিওল। বৃহস্পতিবার রাতে এসপানিওলের আরসিডিই স্টেডিয়ামে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলেছে এসপানিওল।
গত রোববার রিয়ালের বিপক্ষে ৪-৩ গোলে জেতা ম্যাচ থেকে এসপানিওলের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। চোট কাটিয়ে লা লিগায় তিন ম্যাচ পর ফেরেন রবার্ট লেভানডস্কি। পজেশন ধরে রেখে শুরু করলেও চতুর্থ মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। দারুণ এক সুযোগ হারান এসপানিওলের উর্কো গঞ্জালেস। সতীর্থের পাস বক্সে পেয়ে নিচু শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। খেলার ১৩ মিনিটে সহজ সুযোগ পায় বার্সেলোনা। বক্সের সামনে বল পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে লেভানডস্কির ডান পায়ের জোরাল শট দূরের পোস্টে সামান্য বাইরে দিয়ে যায়। ১৬ মিনিটে ভয়চেখ স্ট্যান্সনির দৃঢ়তায় বেঁচে যায় বার্সেলোনা। হাবি পুয়াদোর শট ঝাঁপিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পোলিশ গোলরক্ষক।
আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। বিরতি থেকে ফিরে অন্যরুপে আর্বিভুত হয় বার্সেলোনা। ৫৩ মিনিটে দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরাল শটে গোল করেন ১৭ বছর বয়সী উইঙ্গার। ৮০ মিনিটে আরেকটি ধাক্কা খায় এসপানিওল। বল দখলে নেওয়ার চেষ্টার সময় হাত দিয়ে ইয়ামালের পেটে জোরে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা। ভিএআরে মনিটরে দেখে সিদ্ধান্তটি নেন রেফারি। খেলা শেষের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি শিরোপা নিশ্চিত করে ফেলেন লেভানডস্কির বদলি নামা ফার্মিন লোপেস।
দুর্দান্ত সব পারফরমেন্সে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করলেন। এসপানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল বার্সেলোনা। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এসপানিওল। এক মৌসুম পর লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা।
স্পেনের শীর্ষ লিগে তাদের ২৮তম শিরোপা এটি। গত আসরসহ রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমেই ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বাদ পেলেন জার্মান কোচ ফ্লিক। এছাড়া গত জানুয়ারিতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে তার দল। যদিও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। বার্সেলোনার কোচের দায়িত্বে প্রথম মৌসুমেই তিনটি ট্রফি জিতে জার্মান এই কোচ উচ্ছ্বসিত তার দল নিয়ে।
গত জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতে নেয় বার্সেলোনা। গত মাসের শেষ দিকে কোপা দেল রের উত্তেজনাময় ফাইনালেও তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী দলটিকে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় ‘ট্রেবল’ জেতা হয়নি ফ্লিকের দলের। তবে ঘরোয়া শিরাপাত্রয়ী ঠিকই জিতেছে কাতালানরা। সঙ্গে বাড়তি প্রাপ্তি, এক মৌসুমে চারবার রিয়াল মাদ্রিদকে হারানোর অনন্য অর্জন।
লিগের শুরুটা দারুণ করার পরও পেছনে পড়ে গিয়েছিল বার্সেলোনা। একটা পর্যায়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল ৯ পয়েন্টে। তবে দলকে আশা হারাতে দেননি কোচ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে লিগে আর কোনো ম্যাচ না হেরেই শিরোপার স্বাদ পেয়ে গেল দলটি। মাঠে ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়েছেন। লামিনে ইয়ামাল, পেদ্রির মতো তরুণরা এই মৌসুমে তারকা হয়ে উঠেছেন। রাফিনহা ও রবার্ট লেভানডস্কি দেখিয়েছেন অভিজ্ঞতার মূল্য। তবে সবকিছুর নেপথ্য কারিগর তো একজন। বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল এই মৌসুমে সত্যিকার অর্থেই হয়ে উঠেছেন বিশ্ব তারকা। মৌসুমজুড়ে অবিশ্বাস্য ফুটবল উপহার দিয়েছেন। লিগ শিরোপা জয়ের ম্যাচেও এসপানিওলের বিপক্ষে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি।
১৭ বছর বয়সী তারকাকে নিয়ে হইচই চলছে ফুটবল বিশ্বময়। তবে কোচ মনে করিয়ে দিলেন, গোটা দল মিলেই এমন অর্জন। ম্যাচ জয়ের পর মাঠেই উদযাপন হয়েছে এক দফা। ড্রেসিং রুমে ফেরার পর শুরু হয়েছে সত্যিকারের ‘পার্টি।’ পরে সমর্থকদের সামনে ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সের বারান্দায় নেচে-গেয়ে চলেছে উদযাপন। কেউ আবার বেরিয়ে পড়েছেন রাস্তায়। লা লিগা শিরোপা জয়ের পর রাতভর এভাবেই উৎসব করেছেন বার্সেলোনার খেলোয়াড়রা।
উল্লসিত খেলোয়াড়রা খুশিতে নাচছিলেন, গাইছিলেন। কোচ ফ্লিক ও মিডফিল্ডার পেদ্রিকে শূন্যে ছোড়েন অন্যরা। তাদের সঙ্গে উদযাপনে যোগ দেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও। তবে এবার শিরোপা জিতলে উদযাপনে বাড়াবাড়ি না করার কথা ম্যাচের আগে বলেছিলেন কোচ হান্সি ফ্লিক। তবু জয়ের পর মাঠে নেচে-গেয়ে কিছুটা উদযাপন করেন রাফিনহা- ফার্মিন লোপেসরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে