হেক্সায় নির্ভর আনচেলত্তির ভবিষ্যত!
১৮ মে ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ১৮ মে ২০২৫, ১২:২৬ এএম

আগামী ২৫ মে লা লিগায় শেষ বারেরমত রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়াবেন কার্লো আনচেলত্তি। এর পরের দিনই আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেবেন এই ইতালিয়ান। কার্লো আনচেলত্তির হাত ধরেই হেক্সা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। ইতোমধ্যেই প্রাথমিকভাবে কাজ শুরু করে দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। তবে আনচেলত্তির চুক্তির মেয়াদ কতদিন বা তিনি বেতন হিসেবে মাসে কত অর্থ পাবেন তা খোলাসা করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪ মাসের চুক্তি স্বাক্ষর করবেন আনচেলত্তি। অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। ফলাফল পর্যালোচনা করে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে। এছাড়া, স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, বছরে ১ কোটি ইউরোর কাছাকাছি বেতন পাবেন আনচেলত্তি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৪ কোটি ৯১ লক্ষ টাকা। আর ব্রাজিল যদি ২৪ বছরের হতাশা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে পারে তাহলে ৬৫ বছর বয়সী আনচেলত্তি পাবেন বড় অঙ্কের আর্থিক পুরস্কার। চুক্তির শর্ত অনুসারে, ৫০ লাখ ইউরো (বাংলাদেশ মুদ্রায় প্রায় ৬৭ কোটি ৪৬ লাখ টাকা) ঢুকবে তার পকেটে।
তবে পারিশ্রমিক যা-ই হোক না কেনো আনচেলত্তির ভাবনায় ব্রাজিলের হেক্সা জয়ের মিশন। ব্রাজিলের স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। বাকিদের প্রতিভা সম্পর্কেও আলোচনা করেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ভিডিওকলে কথা বলেছেন আনচেলত্তি। এ সময় নেইমারের সাম্প্রতিক ইনজুরি নিয়ে আলোচনা করেছেন এই ইতালিয়ান কোচ।
চলতি বছর আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া নেইমার যে ২০২৬ বিশ্বকাপ মিশনে আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সিনিয়র ও অভিজ্ঞ ফুটবলারদেরকেও গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। এক্ষেত্রে ব্রাজিলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন অভিজ্ঞ ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২০২৩ এর পর আর জাতীয় দলে জায়গা পাননি। রিয়াল মাদ্রিদে খেলাকালীন আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্যাসেমিরো। জুনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত শীতে ধারে রিয়াল বেটিসে যোগ দেয়ার পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন অ্যান্টনি। তাকেও পছন্দের তালিকায় রেখেছেন আনচেলত্তি। ৬৫ বছর বয়সী কিংবদন্তি কোচের অধীনেই ২০২৬ বিশ্বকাপে হেক্সার মিশনে নামবে সেলেসাওরা। অবশ্য ব্রাজিলের ২৪ বছরের খরা কাটাতে এরই মধ্যে পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছেন এই ৬৫ বছর বয়সী কিংবদন্তি কোচ।
ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র কোচ হিসেবে পাঁচবার শিরোপা জেতানোর রেকর্ড তার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটির শিরোপা জেতা একমাত্র কোচও তিনিই। শিরোপাখরা ঘুচাতে এমন হাইপ্রোফাইল কোচেরই শরণাপন্ন হয়েছে ব্রাজিল। নিজেদের ঐতিহ্যকে পাশ কাটিয়ে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দিয়েছে তারা। আনচেলত্তি ব্রাজিলের শিরোপাখরা ঘুচাতে পারবেন কি-না তা সময়ই বলবে। তবে তিনি যে আটঘাট বেঁধে নামছেন তাতে সন্দেহ নেই। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়েই তার মিশন শুরু হবে। তার সামনে রয়েছে ভীষণ কঠিন চ্যালেঞ্জ।
সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের হারিয়ে ধুঁকতে থাকা ব্রাজিলকে চেনা রূপে ফেরাতে হবে তাকে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। আগামী ৬ জুন বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। এরপর ১১ জুন ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। লাতিন আমেরিকা অঞ্চল থেকে মোট ৬টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটি মহাদেশীয় প্লে অফ বাধা টপকাতে পারলে তারাও সুযোগ পাবে মুলপর্বে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে