বাফুফের বল পার্টনার ‘মলটেন’
২০ মে ২০২৫, ১২:৪৪ এএম | আপডেট: ২০ মে ২০২৫, ১২:৪৪ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তিন বছরের জন্য বল পার্টনার হিসাবে যুক্ত হলো জাপানি ফুটবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মলটেন’ কর্পোরেশন। গতকাল এই প্রতিষ্ঠানের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে বাফুফে। প্রতি বছর চার হাজার করে তিন বছরে মোট ১২ হাজার ফুটবল বাফুফেকে দেবে মলটেন। যার মধ্যে অর্ধেক বল বাফুফে পাবে বিনামূল্যে। বাকিটা ডিসকাউন্টে কিনতে হবে। এই বল ঘরোয়া নানা টুর্নামেন্টে এবং অনুশীলনে ব্যবহার হবে। মলটেনের সঙ্গে এই চুক্তির ফলে বাফুফের বছরে প্রায় কোটি টাকার সাশ্রয় হবে। গতকাল মতিঝিলের বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মলটেন কর্পোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি এবং বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম দু’পক্ষের হয়ে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের দুই সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি।
চুক্তিতে স্বাক্ষর করে ফাহাদ করিম বলেন, ‘মলটেন আমাদের প্রতি বছর দুই হাজার বল বিনামূল্যে দেবে। বাকি দুই হাজার বল নির্ধারিত দামের চেয়ে আরো সাশ্রয়ী মূল্যে কিনতে পারবো আমরা। এতে প্রতি বছর আমাদের প্রায় ৫০ লাখ টাকা করে সাশ্রয় হবে।’
মলটেন ছাড়াও এডিডাস সহ আরো অনেক বিশ্বমানের ফুটবল প্রস্ততকারী প্রতিষ্ঠান রয়েছে। অন্য সব প্রতিষ্ঠানের পরিবর্তে মলটেনকে বেছে নেয়ার কারণ সম্পর্কে বাফুফের এই কর্মকর্তা বলেন, ‘৪-৫ টি কোম্পানির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বলের ক্রয়মূল্য অন্য কোম্পানিগুলোও প্রায় একই বলেছিল। তাদের কেউ কেউ বিনামূল্যে পাঁচশ বা সর্বোচ্চ ১ হাজার পর্যন্ত বল দিতে রাজি ছিল। মলটেন বিনামূল্যের সংখ্যা দেড় হাজার থেকে পরবর্তীতে দুই হাজার করেছে। পাশাপাশি মলটেন একটি ভালো ব্র্যান্ড এবং বাংলাদেশে মলটেন বল দিয়েই বিভিন্ন প্রতিযোগিতা হয়।’ মলটেন কর্পোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি বলেন, ‘ফুটবল একটি আবেগ। সবাই মলটেনের মাধ্যমে এই আবেগের সঙ্গে জড়িয়ে থাকুক। বাফুফের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’
জানা গেছে, বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আর্থিক সহায়তার খাত থেকে বলের পেছনে অর্থ ব্যয় করতো। এখন বলের পার্টনার পাওয়ায় সেই অর্থ অন্য খাতে ব্যয় করার পরিকল্পনা করছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির। গত বছর বাফুফে তিন হাজারের বেশি মলটেন বল কিনেছিল। বাফুফের টেকনিক্যাল বিভাগের তথ্য অনুযায়ী, বাফুফের বছরে ৪ হাজার বল ব্যবহারযোগ্য। এরপরও যদি বেশি সংখ্যক বল প্রয়োজন হয় সেটা বাফুফে চাইলে অন্য প্রতিষ্ঠান থেকে কিনতে পারে। এতে মলটেনের কোনো বাধা বা শর্ত নেই। বাফুফে প্রথমবারের মতো ফুটবল পার্টনার পেয়েছে। অন্য পার্টনারদের মতো মলটেনকে বাফুফে বিভিন্ন বোর্ডে জায়গা দেবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১০ ফিলিস্তিনি

মুক্তির অপেক্ষায় জয়ার ৩ সিনেমা

হাসপাতালে কিয়ারা, আজই হতে পারেন মা

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

উত্তরা সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ মিলনসহ গ্রেফতার ৬

মিটফোর্ডে প্রকাশ্যে খুন: তদন্তে অগ্রগতি, বিভ্রান্তিকর প্রচারে ডিএমপির সতর্কবার্তা

ফের লর্ডস টেস্টে হাসল রাহুলের ব্যাট,তিন দিন শেষে সমানে সমান ভারত-ইংল্যান্ড

যারা সরাসরি সংশ্লিষ্ট রহস্যজনকভাবে সেই মূল তিন আসামীকে বাদ দেয়া হয়েছে :যুবদল সভাপতি

যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই ‘সঠিক পথ’ খুঁজে বের করতে হবে

বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার জঘন্য পরিণতি সোহাগ হত্যাকাণ্ড :বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

অমীমাংসিত কিছু বিষয়, শুল্কছাড় নিয়ে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই -স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্য যুদ্ধের অবসান ঘটাতে পদক্ষেপ নিচ্ছে চীন

রূপগঞ্জে ৩৪ বছর পর মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করল গ্রামবাসী

বন্দরে বিএনপি নেতাদের চাঁদা না দেয়ায় মসজিদের বালু ভরাট কাজ বন্ধ

পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট

দুই হত্যার প্রাপ্ত টাকা মসজিদে দান করে দেয় র্যাব কর্মকর্তা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

টাকা পয়সার সঙ্গে জামা জুতাও নিয়ে যায় ছিনতাইকারী