কোরিয়াকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল
১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম
দীর্ঘদিন পর স্বরুপে ফিরলো ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিল গোলবন্যায় ভাসালো এশিয়ার ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়াকে। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে, বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করল সেলেসাওরা। গতকাল সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধস্ত করেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভাও ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবশেষ কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল ব্রাজিলের। সেই ম্যাচেও অসাধারণ পারফরমেন্সে ৪-১ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও পরের ম্যাচেই হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল দলটি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমনাতœক ব্রাজিল। প্রথম ১০ মিনিটে দূর থেকে রদ্রিগো ও ভিনিসিয়াসের লক্ষ্যভ্রষ্ট শটের পর ১৩ মিনিটেই গোলের দেখা পায় তারা।
ডি বক্সের মধ্যে ব্রুনো গুইমারেসের পাসে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান এস্তেভোঁ। কিছুক্ষণের মধ্যে হেডে আবার জালে বল পাঠান ক্যাসেমিরো। তবে নিজেই অফসাইডে ছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক। একের পর এক আক্রমণে একচেটিয়া চাপ ধরে রেখে খেলতে থাকে ব্রাজিল। দারুণ সব সুযোগও পাচ্ছিল তারা তবে ব্যবধান বাড়ছিল না। ২৭ মিনিটে ম্যাথেউস চুনহার পাস ডি বক্সে দারুণ পজিশনে পেয়ে অনায়াসে ফ্লিক করতে পারতেন ভিনিসিয়াস কিন্তু ব্যাকহিল করে বল হারান তিনি। পরের মিনিটে খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেড করেন এডার মিলিতাও। ৪১ মিনিটে আরেকটি দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ডি বক্সে কাসেমিরোর পাস ধরে দুই ডিফেন্ডারের পাশ দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল এবং দুই মিনিটের মধ্যে আরও দুটি গোলও পেয়ে যায় তারা। ৪৭ মিনিটে ডি বক্সের বাম দিকে ডিফেন্ডার কিম মিন-জে বল ক্লিয়ার করতে গিয়ে এস্তেভাওয়ের পায়ে মেরে বসেন। আর বল ধরে ক্ষীপ্রতায় এগিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলে আট ম্যাচে তার গোল হলো তিনটি। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম জালের দেখা পান ১৮ বছর বয়সী ফুটবলার। ঐ ধাক্কা সামলে নেওয়ার আগেই চতুর্থ গোলটি হজম করে স্বাগতিকরা। ভিনিসিয়াসের পাস ডি বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রদ্রিগো। প্রথম ঘণ্টার পুরোটা কোণঠাসা হয়ে থাকা দক্ষিণ কোরিয়া ৬৫ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয়। কোনোরকম চ্যালেঞ্জের মুখে না পড়া ব্রাজিল গোলররক্ষক বেন্তো ঝাঁপিয়ে কিম জিনের শটটি ঠেকিয়ে দেন। ৭৭ মিনিটে স্কোরলাইনে নিজের নাম তোলেন ভিনিসিয়াস। মাঝমাঠ থেকে ম্যাথিউস চুনহার বাড়ানো বল ধরে ধরে দ্রুত গতিতে সবাইকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে ছুটে আসা ডিফেন্ডারকে কাটিয়ে ঠা-া মাথার শটে গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। পরে আর কিছু করতে পারেনি দক্ষিণ কোরিয়া। এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম
জুলাই গণহত্যার দায়ে রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড
জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট কামালের ফাঁসির রায়
মামলার রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটবে : শামসুজ্জামান দুদু
খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ
জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়
শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত হয়েছে : ট্রাইব্যুনাল
কুড়িগ্রামে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চিলির প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো, ডান-বামের তীব্র লড়াই
ন্যায়বিচারই জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে: ফারুকী
ঝিনাইদহের মাহাবুব হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রধান শিক্ষক ও ছাত্রীর অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল
নির্বাচন ভণ্ডুল করতে কিছু মহল উঠে পড়ে লেগেছে: সালাহউদ্দিন আহমেদ
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার
৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা ফ্যাসিস্ট দোসর শাওনের
ট্রাম্পের চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এলপিজি চুক্তি করল ভারত
শহর জনবহুল, কিন্তু পাবলিক টয়লেট অপ্রতুল
ট্রাম্পের নীতিতে নিরাপদ নয় বৈধভাবে স্থায়ী অভিবাসীরাও
জকসু নির্বাচন: ছাত্রদল ও ছাত্রঅধিকার মিলে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা
সিংগাইরে অগ্নিকান্ডে ইসলামী ব্যাংক আংশিক পুড়ে ছাই