বদলি নয়, শুরুর একাদশে খেলতে চান জামাল
১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে পরশু হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এরপরই দর্শক, সমর্থকদের সমোলোচনার তীর ছোটে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দিকে। দারুণ সুযোগ থাকার পরও বাংলাদেশের হারের কারণ হিসেবে সবাই সামনে আনছেন কোচের কৌশল ও শুরুর একাদশ নির্বাচনে ভুল। বিশেষ করে একাদশ তৈরি ও খেলোয়াড় পরিবর্তনে কোনো দূরদর্শিতা দেখাতে পারেননি এই স্প্যানিশ। পরশু রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ‘সি’ গ্রুপে বাঁচামরার ম্যাচে সাামিত সোম, ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদ এবং অধিনায়ক জামাল ভূঁইয়াকে বদলি হিসেবে খেলিয়েছেন ক্যাবরেরা। জামাল অধিনায়ক হয়েও মাঠের বাইরে থাকেন। এ ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো খেলেছেন, একটি গোলের যোগানদাতাও ছিলেন। বদলি হিসেবে নেমে গোল করেন সামিত সোম। দুর্দান্ত খেলেছেন অভিষেক হওয়া জায়ান আহমেদও। শেষ মিনিট বাংলাদেশ যে ঝড়ো ফুটবলটা খেলে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচটি ৩-৩ করেছিল, সেখানে টনিকের মতো কাজ করে এই বদলিগুলো। রক্ষণের দুর্বলতায় শেষ পর্যন্ত ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচটি হেরে যায় লাল-সবুজরা। সেই বেদনাদায়ক ঘটনার ২৪ ঘন্টাও পার হয়নি এরই মধ্যে গতকাল দুপুরে হামজা-জামালদের চড়তে হয়েছে হংকংগামী বিমানে। আগামী মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। কাল হংকং রওয়ানা হওয়ার আগে বিমানবন্দরে অধিনায়ক জামাল ভূঁইয়া গণমাধ্যমকে জানান, তিনি, সামিত, ফাহামেদুল, জায়ানকে নিয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে শুরু একাদশে খেলতে চান। বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমি, সামিত, ফাহামেদুল, জায়ান যখন একসঙ্গে ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদেরকে বলেছি আমাদের নেমে ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। পরের ম্যাচে চারজনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে।’
নিজের খেলা প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘যখন না খেলি, সেটা তো ভুল। এটা আমি বলব। আমি তো সব ম্যাচই খেলতে চাই। কিন্তু দিন শেষে কারা খেলবে, এটা কোচের সিদ্ধান্ত। তবে আমি চাই খেলতে।’ হংকং ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম ম্যাচ হারা প্রসঙ্গে অধিনায়ক বলেন,‘এই দলের একটা হিস্টরি আছে। আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছিলাম যে, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জামাল বলেন,‘আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়। জেতা সম্ভব হবে না কেন? সমর্থকদের ধন্যবাদ। তাদের ৩ পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ইনশাআল্লাহ সামনে আমরা কিছু দিতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবির আইন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ
পতিত স্বৈরাচার হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস, মিষ্টি বিতরণ
ধামরাইয়ে বাসে আগুন
আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন
হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস
সুদানের গৃহযুদ্ধে আরএসএফের বিরুদ্ধে নারীদের ওপর ধর্ষণের অভিযোগ
শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে: হান্নান মাসউদ
উইগ্রো’র নারিশ ৫৫: মাঠে নেমেই কৃষকের আশাবাদের গল্পে শামিল হচ্ছে যেই ভুট্টা বীজ
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভূমিধসে নিহত ১৮, নিখোঁজের সংখ্যা বাড়ছে
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম
জুলাই গণহত্যার দায়ে রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড
জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট কামালের ফাঁসির রায়
মামলার রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটবে : শামসুজ্জামান দুদু
খুলনায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ
জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়
শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত হয়েছে : ট্রাইব্যুনাল
কুড়িগ্রামে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চিলির প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো, ডান-বামের তীব্র লড়াই
ন্যায়বিচারই জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে: ফারুকী