বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স ও জার্মানির দাপুটে জয়
১১ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম
মাঠে আধিপত্য বিস্তার করে ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে জার্মানি ও ফ্রান্স। জসুয়া কিমিখের জোড়া গোলে দশজনের লক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে জার্মানি। কিলিয়াম এমবাপের দর্শনীয় গোলে আজারবাইজানকে হারিয়েছে ফ্রান্স।
ঘরের মাঠে জার্মানির জয় ৪-০ ব্যবধানে। তাদের অন্য দুই গোলদাতা ডেভিড রাউম ও সের্গে জিনাব্রি।
একই রাতে স্লোভাকিয়োকে ২-০ গোলে হারায় নর্দান আয়ারল্যান্ড। ফলে ‘এ’ গ্রুপে জার্মানি, নর্দান আয়ারল্যান্ড ও স্লোভাকিয়ার পয়েন্ট সমান ৬ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে জার্মানি, দুইয়ে নর্দান আয়ারল্যান্ড।
এদিন প্যারিসে আজারবাইজানকে ৩-০ গোলে হারায় ফ্রান্স। দুবারের বিশ্বকাপজয়ীদের হয়ে অন্য গোল দুটি করেন আদ্রিওঁ রাবিও ও বদলি খেলোয়াড় তোভোঁ।
৬ বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামার এক মিনিটের মধ্যে চমৎকার এক গোল করেছেন তোভাঁ।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এদিন একক প্রচেষ্টায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন এমবাপে। বাঁ দিক থেকে থিও এরনঁদেজের পাস পেয়ে প্রথমে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে আরও দুইজনের মাঝ দিয়ে ড্রিবল করে এগিয়ে যান এই ফরোয়ার্ড। এরপর আরেকজনকে কাটান তিনি, সঙ্গে লেগে থাকা সতীর্থ উগো একিটিকের পা ঘুরে বক্সে বল পেয়ে আরেকজনকে কাটিয়ে, সামনে থাকা অন্য আরেকজনের পাশ দিয়ে নিচু শটে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী তারকা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এমবাপে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। জাতীয় দলের হয়ে তার গোল হলো ৫৩টি। ৫৭ গোল নিয়ে চূড়ায় আছেন অলিভিয়ে জিরুঁ।
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স যেখানে দুইয়ে সেখানে আজারবাইজার ১২৪ নম্বরে। মাঠের পারফরম্যান্সেও ছিল এর ছাপ। ম্যাচের মোট ৭৬ শতাংশের বেশি সময় বল নিজেদের অনুকূলে রেখে গোলের জন্য মোট ৩৩টি শট নেয় ফ্রান্স, যার ৯টি ছিল লক্ষ্যে। আজারবাইজান শট নিতে পারে স্রেফ একটি। জয় পেতে তাই বেগ পেতে হয়নি ফরাসিদের।
তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। একই সময়ে শুরু আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে জয়ী ইউক্রেইন ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।
গ্রুপের শীর্ষ দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকেট।
আজারবাইজানের বিপক্ষেও শতভাগ জয়ের ধারা ধরে রাখল ফ্রান্স, জিতল তিন ম্যাচের সবকটিতে। সবশেষ ৩০ বছর আগের দেখায় ফরাসিরা জিতেছিল ১০-০ গোলে, তার আগের বছর ২-০ গোলে।
এদিন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বেলজিয়াম। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নিয়েও জালের দেখা পায়নি তারা। ম্যাচটি হয় গোলশূন্য ড্র।
অবিশ্বাস্যভাবে ৫ দলের এই ‘জে’ গ্রুপে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নর্থ মেসিডোনিয়া। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রায়গঞ্জে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ইসি’র সংলাপে ইসলামী ঐক্যজোটের দুই পক্ষের হট্টগোল
অষ্টগ্রামে সাংবাদিকদের ওপর ইউপি মেম্বারের হামলা, এলাকাজুড়ে তোলপাড়
পাকিস্তানে ফের যাত্রীবাহী ট্রেনে রকেট হামলা, বোমায় উড়ল রেললাইন
এ রায় একটি মাইলফলক : সালাহউদ্দিন আহমেদ
চাটমোহরে বিনাহালে রসুন চাষাবাদে ঝুঁকেছে কৃষক
কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
ফ্যাসিস্ট হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ ট্রাইব্যুনালের
আসছে ‘ব্ল্যাক প্যান্থার’ তৃতীয় কিস্তি! যা জানা গেল
পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি : সৈয়দা রিজওয়ানা হাসান
সরকারপ্রধান যতই ক্ষমতাধর হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয় : গোলাম পরওয়ার
৫ দফা দাবিতে ঘোড়াশাল-পলাশ সার কারখানায় মানববন্ধন
সূর্য নয়, সৌরজগতের কেন্দ্রে রয়েছে অন্য এক শক্তি!
গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে: ছাত্রশিবির
আলোচনার দায়িত্বে বিএনপি’র ২ নেতা
ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার
অর্কেস্ট্রা পরিচালনায় ইতিহাস গড়লেন ইরানের প্রথম নারী ফারিউসেফি
বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবির আইন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ
পতিত স্বৈরাচার হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস, মিষ্টি বিতরণ
ধামরাইয়ে বাসে আগুন