প্রথমার্ধেই বেনজেমার হ্যাট্রিক,জয়ের ধারায় ফিরল রিয়াল
স্প্যানিশ লা লিগায় গত ম্যাচে জিরোনার বিপক্ষে ধরাশায়ী রিয়াল মাদ্রিদ দাপুটে জয়ে কক্ষপথে ফিরেছে।সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে উড়িয়ে দিয়ে বার্সালোনার সাথে ব্যবধান কমিয়েছে কার্লো আনচেলেত্তির দল।
শনিবার রাতে ঘরের মাঠে লীগ ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নেয় রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা এই ম্যাচেও পেয়েছেন হ্যাট্রিকের দেখা।প্রথমার্ধেই হ্যাট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি স্ট্রাইকার। বেনজেমার হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধে...