হতাশ করলেন বাকী-শাকিল
০৮ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৭ এএম

গ্লাসগো ও গোল্ডকোস্ট টানা দুই কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহেল বাকী এবং গোল্ডকোস্টে এক রুপাজয়ী শাকিল আহমেদ দেশসেরা শুটার হলেও এবার জাতীয় শুটিং প্রতিযোগিতায় হতাশ করেছেন তারা। গতকাল গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট কমপ্লেক্সে জাতীয় প্রতিযোগিতার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে উত্থান-পতন ঘটেছে দেশসেরা পিস্তল শুটার আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাকিল আহমেদের। কোয়ালিফাই রাউন্ডে ৫৭৪ স্কোর করে সবার শীর্ষে থাকলেও ফাইনাল রাউন্ডে ব্রোঞ্জ জেতেন তিনি। তবে স্বর্ণ জিতে চমক দেখিয়েছেন একই দলের আনোয়ার হোসেন। রুপা জেতেন আর্মি শুটিংয়ের আব্বাস আলীর।
পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলে খেললেও হতাশ করেছেন এক সময়কার ১০ মিটার এয়ার রাইফেলে দেশসেরা শুটার আবদুল্লাহেল বাকী। পিঠের ব্যাথায় এখন আর ১০ মিটারে খেলছেন না তিনি। তবে ৫০ মিটার এয়ার রাইফেলেও আধিপত্য দেখাতে পারেননি বাকী। তাকে টেক্কা দিয়ে ৫৭৫ স্কোর গড়ে স্বর্ণ জিতে সবাইকে চমকে দেন রবিউল ইসলাম। ৫৭৩ স্কোরে বাকী রৌপ্য ও ৫৭২ পয়েন্ট পেয়ে শোভন চৌধুরী ব্রোঞ্জপদক জেতেন। নারীদের ২৫ মিটার স্পোর্ট পিস্তলে বাংলাদেশ আনসারের আরদিনা ফেরদৌস ৫৩২ স্কোরে স্বর্ণ, আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাম্মী আক্তার ৫২৯ স্কোরে রৌপ্য ও একই দলের নিলুফা ইয়াসমিন ৫২৮ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেন।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন