মা হারালেন কামিন্স

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১০ মার্চ ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০২:৩৬ এএম

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান। তখন ব্যাপারটা ব্যক্তিগত বলেছিলেন। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম গুলোর দাবি ছিল কামিন্সের মা গুরুতর অসুস্থ। গতকাল জানা গেল অজি কাপ্তানের মা মারিয়া কামিন্স দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর পরশুরাতে নিজ বাড়িতে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইও। গতকাল ভারতে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে কামিন্সের মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কালো বাহুবন্ধনী পরে খেলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

কামিন্স ইন্দোর টেস্টের আগে দেশে গেলেও, কথা ছিল তৃতীয় টেস্ট শুরুর আগেই ফিরবেন। তবে মায়ের অসুস্থতার কারণে পরে সিরিজ থেকেই নিজেকে গুঁটিয়ে নেন অজি অধিনায়ক। জানা গিয়েছে ২০০৫ সাল থেকেই দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন কামিন্সের মা। গত কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। এজন্য তাকে প্যালিয়াটিভ কেয়ারেও রাখা হয়েছিল।


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন