মেসিদের জার্সি গায়ে অনুশীলনে আর্জেন্টিনা কাবাডি দল
১১ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছে আর্জেন্টিনা কাবাডি দল। আগামীকাল পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের তৃতীয় আসরের খেলা। এতে অংশ নিচ্ছে ১২টি দল। এরা হলো- স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, কেনিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক ও পোল্যান্ড। টুর্নামেন্টকে সমানে রেখে গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুশীলন করেছে আর্জেন্টিনা কাবাডি দল। অনুশীলনে তারা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমি মার্তিনেজদের জার্সি গায়ে ঘাম ঝরিয়েছে।
ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কাবাডিতে একটি কিংবা দুটি ম্যাচে জিততে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে দলের কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আমরা প্রথমবার বাংলাদেশে এসেছি আন্তর্জাতিক ম্যাচ খেলতে। এখানে দুয়েকটি ম্যাচ জিতলেই আমরা খুশী।’
শিষ্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন কোচ। তবে শেষ দিকে এসে কোচের মনটা খারাপ হয়ে যায় দলের অন্যতম খেলোয়াড় পাওলো ইনজুরিতে পড়ায়। দু’জন খেলোয়াড় পাজাকোলে করে পাওলোকে গাড়িতে তুলে দেন। অনুশীলন শেষে আক্ষেপ করে আর্জেন্টাইন কোচ বলেন,‘বাংলাদেশে আজই (গতকাল) আমাদের প্রথম অনুশীলন ছিল এটি। ১২ জনের দলে একজন ইনজুরিতে পড়েছে। খুবই খারাপ লাগছে। তবে আমি আশাকরি বাকি ১১ জন ভাল খেলবে।’ আর্জেন্টিনার চেয়ে ঢাকার আবহাওয়া অনেক পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন রিকার্দো। তার কথায়, ‘ঢাকায় অনেক গরম অনুভব করছি। অনুশীলন করতে এসে বেশ কটি পানির বোতল শেষ করে ফেলেছে ছেলেরা। তবে আবাহওয়া অসহনীয় নয়।’ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে আসার আগে তিন মাস অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। কাবাডি খেলতে এলেও শিষ্যরা আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি গায়ে চাপানো প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের দলের এই খেলোয়াড়রা কাবাডি খেললেও তারা ফুটবলের অকুণ্ঠ ভক্ত। তাই তারা কেউ মেসি, কেউ মার্তিনেজের জার্সি গায়ে চাপিয়ে অনুশীলন করেছে।’
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। বিষয়টি উল্লেখ করে কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আর্জেন্টিনা ফুটবলের অগনিত ভক্ত বাংলাদেশের রয়েছেন। ঢাকা বিমান বন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে এদেশের মানুষ অনেক ভালবাসা দিয়েছে। আমি হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দিয়েছি। এক মুহূর্তের জন্যও আমার মনে হয়নি আমি বাংলাদেশে আছি। মনে হয়েছে আর্জেন্টিনাতেই রয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তৃতীয় দফায় বাড়ছে রিটার্ন জমার সময়
গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে শিক্ষক সমিতি : ঢাবি সাদা দল
ধামরাইয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস দুদকের অভিযান, ব্যাপক দুর্নীতির অভিযোগ
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তাওহীদুল ইসলাম ২য়
হাইকোর্টের আদেশ গাছ কাটতে লাগবে অনুমতি
আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলায় পণ্য প্রদর্শনীতেই সন্তুষ্ট বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো
প্রমীলা ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবীতে জানতার সাথে আয়োজক কমিটির মুখোমুখি সংঘর্ষ আহত ১০
ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে- পরশুরামে রফিকুল আলম মজনু
নতুন ৫ দাবি যোগ করে ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম
হ্যাকিং অ্যাপসে প্রতারনা, সিলেটে এক নারীর ৭ লাখ টাকা রক্ষা করলো পুলিশ
সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
চকরিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন ও চাঁদাদাবীর অভিযোগ ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
টেকসই কৃষি নিয়ে ১০ হাজার চর কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে- প্রিন্স
জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, তা আমরা ৫ আগস্ট দেখেছি: তারেক রহমান
বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানো হোক
সামাজিক অগ্রগতিতে জেন জি কতটা ভূমিকা পালন করবে?
মির্জাপুরে ছাগল কান্ডে কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক কলাগাছ