মেসিদের জার্সি গায়ে অনুশীলনে আর্জেন্টিনা কাবাডি দল
১১ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে এখন ঢাকায় অবস্থান করছে আর্জেন্টিনা কাবাডি দল। আগামীকাল পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্টের তৃতীয় আসরের খেলা। এতে অংশ নিচ্ছে ১২টি দল। এরা হলো- স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, কেনিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক ও পোল্যান্ড। টুর্নামেন্টকে সমানে রেখে গতকাল ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুশীলন করেছে আর্জেন্টিনা কাবাডি দল। অনুশীলনে তারা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমি মার্তিনেজদের জার্সি গায়ে ঘাম ঝরিয়েছে।
ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কাবাডিতে একটি কিংবা দুটি ম্যাচে জিততে বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে দলের কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আমরা প্রথমবার বাংলাদেশে এসেছি আন্তর্জাতিক ম্যাচ খেলতে। এখানে দুয়েকটি ম্যাচ জিতলেই আমরা খুশী।’
শিষ্যদের নিয়ে প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেন কোচ। তবে শেষ দিকে এসে কোচের মনটা খারাপ হয়ে যায় দলের অন্যতম খেলোয়াড় পাওলো ইনজুরিতে পড়ায়। দু’জন খেলোয়াড় পাজাকোলে করে পাওলোকে গাড়িতে তুলে দেন। অনুশীলন শেষে আক্ষেপ করে আর্জেন্টাইন কোচ বলেন,‘বাংলাদেশে আজই (গতকাল) আমাদের প্রথম অনুশীলন ছিল এটি। ১২ জনের দলে একজন ইনজুরিতে পড়েছে। খুবই খারাপ লাগছে। তবে আমি আশাকরি বাকি ১১ জন ভাল খেলবে।’ আর্জেন্টিনার চেয়ে ঢাকার আবহাওয়া অনেক পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন রিকার্দো। তার কথায়, ‘ঢাকায় অনেক গরম অনুভব করছি। অনুশীলন করতে এসে বেশ কটি পানির বোতল শেষ করে ফেলেছে ছেলেরা। তবে আবাহওয়া অসহনীয় নয়।’ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে খেলতে আসার আগে তিন মাস অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। কাবাডি খেলতে এলেও শিষ্যরা আর্জেন্টিনার ফুটবলারদের জার্সি গায়ে চাপানো প্রসঙ্গে কোচ বলেন, ‘আমরা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের দলের এই খেলোয়াড়রা কাবাডি খেললেও তারা ফুটবলের অকুণ্ঠ ভক্ত। তাই তারা কেউ মেসি, কেউ মার্তিনেজের জার্সি গায়ে চাপিয়ে অনুশীলন করেছে।’
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী আর্জেন্টিনাকে সমর্থন করেছেন। বিষয়টি উল্লেখ করে কোচ রিকার্দো আকুনিয়া বলেন, ‘আর্জেন্টিনা ফুটবলের অগনিত ভক্ত বাংলাদেশের রয়েছেন। ঢাকা বিমান বন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে এদেশের মানুষ অনেক ভালবাসা দিয়েছে। আমি হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দিয়েছি। এক মুহূর্তের জন্যও আমার মনে হয়নি আমি বাংলাদেশে আছি। মনে হয়েছে আর্জেন্টিনাতেই রয়েছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ: নিরাপদ কর্মপরিবেশের দাবি

দোয়ারাবাজারে ঝড়ের তান্ডবে তছনছ মাদ্রাসা খোলা মাঠে পাঠদান!

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

সুনামগঞ্জে বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের মানববন্ধন

তুলসীর বক্তব্যে দ্বিমত ফ্রান্স! বাংলাদেশের প্রতিবাদ শেয়ার করল ফরাসি দূতাবাস

হুথিদের হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

সালথায় চাঁদা না দেওয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর কর্মচারীর বদলি

দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ডাক্তার মাত্র ২ জন

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি ড. মনজুর রহমান

সদরপুরে অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

খার্তুমে সেনাবাহিনীর অগ্রগতি, আরএসএফ কোণঠাসা

দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান

তুলসীর বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা

দ্বীপতরী'র নতুন কমিটি, সভাপতি তাওফিক-সম্পাদক তাহমিদ

ধর্ষণের শিকার ভুক্তভোগীর পরিচয় প্রকাশ না করার নির্দেশ

জাবিতে পুলিশ ও ছাত্রলীগকে সহযোগিতা করায় ৯ জন শিক্ষক সাময়িক বরখাস্ত

পরিবেশ ছাড়পত্র না থাকলে ইটভাটা অবৈধ : হাইকোর্ট

গোপালগঞ্জে স্বর্ন ব্যবসায়ী বরুন দত্তের প্রতারণার ফাঁদে মুক্তিযোদ্ধা পল্টু বিশ্বাস