প্রথম বিভাগ হকিতে বড় জয় ঊষার

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৩ মার্চ ২০২৩, ০৮:৪৬ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:৪১ এএম

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে জোড়া হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। সোমবার দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দ্বীন ইসলাম ও দেবাশিষ রায়ের হ্যাটট্রিকে ঊষা ১৫-০ গোলে বিধ্বস্ত করে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। দ্বীন ইসলাম ও দেবাশিষের ছয় গোল ছাড়াও ঊষার পক্ষে আকিব জাবেদ, হোজাইফা হোসেন ও তানভীর রহমান সিয়াম দুটি করে এবং ইব্রাহিম খলিল, সাগর হোসেন ও জাহিদুল ইসলাম একটি করে গোল করেন। লিগে এটি ঊষার টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা ৮-০ গোলে হারিয়েছিল রায়েরবাজারকে।

একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ব্যাচেলর্স এসসি ৩-১ গোলে হারায় শিশু কিশোর সংঘকে। বিজয়ী দলের হয়ে মেহেদী, পাভেল ও সোহেল একটি করে গোল করেন। শিশু কিশোর সংঘের পক্ষে তারেক এক গোল শোধ দেন।

 


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন