কাবাডির সোহাগের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের
১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১১ এএম

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফেডারেশনের সাবেক সদস্য ও দিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. দেলওয়ার হোসেনের করা রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গত ৪ মার্চ এই আদেশ দেন। একই সঙ্গে গত ১৭ ডিসেম্বর (মোমো- ৩৪.০৩.০০০০.০০৬.০০।০২৮.১৩-৪২৭৮) বিনা কারণে সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে এনএসসির চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, এনএসসির সচিব, পরিচালক (ক্রীড়া), পরিচালক (অর্থ), কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও লাগে সংস্কার ও পরিবর্তনের ছোঁয়া। এ ধারায় সব ক্রীড়া ফেডারেশনে আওয়ামী সরকারের আমলের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের কাজে হাত দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি। প্রায় দুই মাস যাচাই-বাছাই শেষে গত ১৪ নভেম্বর এসএম নেওয়াজ সোহাগকে সাধারণ সম্পাদক করে কাবাডি ফেডারেশনের ১৮ সদস্যের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন জারি করে এনএসসি। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার এবং ফ্যাসিস্ট সরকারের দোসর খ্যাত ব্যক্তিকে সরাসরি জাতীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বসানোর এমন সিদ্ধান্ত বেশ সমালোচনার জন্ম দেয়। কারণ সবশেষ নির্বাচিত কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনকালে সোহাগ কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন বলে আগেই অভিযোগ ছিল। এই অভিযোগে কাবাডি সংগঠক মো. দেলওয়ার হোসেনসহ সাবেক খেলোয়াড় ও সংগঠকরা গত বছরের ৩ ডিসেম্বর মানববন্ধন করেন। মানববন্ধনের পরদিন এনএসসির পরিচালক (ক্রীড়া) শামছুল আলম পরিচালক (অর্থ) মো. সাইদুর রশিদকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার অনুরোধ করে চিঠি ইস্যু (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০৪.০৪.০২২-২৪-৩৮৮৭) করেন। ১২ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার কাছে নেওয়াজ সোহাগের দুর্নীতির বিষয়ে মৌখিক/লিখিত বক্তব্য দেওয়ার জন্য চিঠি ইস্যু (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০৬.০০.০২৮.১৩.৪২৫১) করেন এনএসসি পরিচালক (অর্থ) মো. সাইদুর রশিদ। কিন্তু অদৃশ্য কারণে ১৭ ডিসেম্বর এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতির বিষয়ে সকল কার্যক্রম স্থগিত করার নির্দেশ জারি করে চিঠি ইস্যু (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০৬.০০.০২৮.১৩.৪২৭৮) করেন মো. সাইদুর রশিদ। এনএসসির ইস্যু করা প্রত্যেকটি চিঠিতেই কাবাডি ফেডারেশনকে ‘বিতর্কিত অ্যাডহক কমিটি’ বলে উল্লেখ করায় বেশ সমালোচনার জন্ম দেয়। কেন এই তদন্ত কাজ বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে রুল জারি করেন মহামান্য হাইকোর্ট। দুই বিচারপতির নির্দেশে বলা হয়, এসএম নেওয়াজ সোহাগের দুর্নীতি তদন্তের আদেশ দেওয়ার পর তা বাতিল করা নিয়মমাফিক হয়নি। তাই চার সপ্তাহের মধ্যে সোহাগের দুর্নীতির তদন্ত কাজ শেষ করতে বলা হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

চেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

বিগত স্বৈরতন্ত্রের সংবিধানের বদল হতেই হবে

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

ডিমের লোকসান ঘোচাতে স্বল্প সুদে ঋণসহ ৬ প্রস্তাব

লিপি খান ভরসার হাইকোর্টে জামিন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : সাইফুল আলম

পাঁচ দফা দাবি : নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

বাউবিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণ

স্ত্রীসহ মির্জা আজমের সম্পদ জব্দ, ৩১ ব্যাংক হিসাবে ৩ কোটি টাকা অবরুদ্ধ

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট : আরো ৫ ডাকাত গ্রেফতার

দেবিদ্বারে সাংবাদিক সমিতির কমিটি গঠন

ভূমি সচিবকে হুমকি দিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সুজন মোল্যা

যারা লুটপাট করে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি -হাসনাত

জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ -স্বরাষ্ট্রসচিব

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যা

খুলনায় গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের বিক্ষোভ

অগ্নিকা-ের ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তিরোধে তদন্ত কমিশন গঠন করতে হবে : গোলাম পরওয়ার