এবার শান্তর কাছেও ডাবল চান মুশি
১৮ জুন ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৮ জুন ২০২৫, ১২:০৬ এএম

সেঞ্চুরি ছুঁয়েছিলেন শান্ত হোসেন। কিন্তু মুশফিকুর রহিমের উচ্ছ্বাস যেন ছাড়িয়ে গেল তাঁকেও। সতীর্থের তিন অঙ্ক ছুতে পারার আনন্দে দুই হাত ছড়িয়ে উদযাপন করতে দেখা গেল মুশফিককে। গল টেস্টের প্রথম দিনের পর সংবাদ সম্মেলনে এসেও মুশফিকের কণ্ঠে সতীর্থের আরও বড় অর্জন উদযাপন করতে চাওয়ার সুর। শান্তর সঙ্গে মুশফিকের অপরাজিত ২৪৭ রানের জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। শান্ত ১৩৬ ও মুশফিক অপরাজিত আছেন ১০৫ রানে। আজ তারা বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।
খুব স্বাভাবিকভাবেই দুজনের কাছে আজ আরও বড় কিছুর আশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। আরও নির্দিষ্ট করে বললে, দুজনের কাছেই ডাবল সেঞ্চুরি চাইবেন বাংলাদেশের সমর্থকেরা। আরও বড় কিছু করার আশা মুশফিকেরও, সঙ্গে শান্তর কাছ থেকেও ডাবল সেঞ্চুরি চান বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বললেন, ‘এটা ভালো লাগার বিষয় যে যেখানে আমি শেষ করেছিলাম (গলে), মানুষের প্রত্যাশা অনুযায়ী ওই জায়গা থেকে শুরু করতে পেরেছি। চেষ্টা থাকবে নিজেরটা (ইনিংস) যত বড় করতে পারি। আর শান্তর (শান্ত) যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’ শান্তর সেঞ্চুরির পর নিজের এমন উদ্যাপনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘এটা স্বাভাবিক, কেউ একটা বড় অর্জন করলে এটা সেলিব্রেট করতেই হবে। আর অবশ্যই আমার ওপরে আরও দায়িত্ব বেশি সিনিয়র খেলোয়াড় হিসেবে।’
গলে আগেও রঙিন স্মৃতি ছিল মুশফিকের। ২০১৩ সালে এ মাঠেই প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ১২ বছর পর গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই আবার দারুণ একটা দিন কেটেছে মুশফিকের। উইকেটের অন্য প্রান্তে তিনি দেখেছেন শান্তর ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে যা দ্বিতীয়। ম্যাচের পর সতীর্থকে প্রশংসায় ভাসিয়ে মুশফিক বলেছেন, ‘শান্ত (শান্ত) তো অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটসম্যান হিসেবেও ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর ইনিংসের নিয়ন্ত্রণ।’ শান্তর এই ইনিংস বাকিদের জন্যও উদাহরণ হতে পারে বলে মনে করেন মুশফিক, ‘এর আগে ও ক্যান্ডিতে সেঞ্চুরি করেছে। তারপরও এই সেঞ্চুরিটা, আমি বলব যে রাইটআপ দেওয়ার; কারণ, যেভাবে ও নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করে খেলা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সুযোগ না দিয়ে খেলা। আমার কাছে মনে হয়, আমাদের পরে যারা খেলবে টেস্ট বা পরে যারা ব্যাটসম্যান আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

হাসপাতালে কিয়ারা, আজই হতে পারেন মা

ঢাকায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মশাল মিছিল

উত্তরা সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ মিলনসহ গ্রেফতার ৬

মিটফোর্ডে প্রকাশ্যে খুন: তদন্তে অগ্রগতি, বিভ্রান্তিকর প্রচারে ডিএমপির সতর্কবার্তা

ফের লর্ডস টেস্টে হাসল রাহুলের ব্যাট,তিন দিন শেষে সমানে সমান ভারত-ইংল্যান্ড

যারা সরাসরি সংশ্লিষ্ট রহস্যজনকভাবে সেই মূল তিন আসামীকে বাদ দেয়া হয়েছে :যুবদল সভাপতি

যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই ‘সঠিক পথ’ খুঁজে বের করতে হবে

বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার জঘন্য পরিণতি সোহাগ হত্যাকাণ্ড :বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

অমীমাংসিত কিছু বিষয়, শুল্কছাড় নিয়ে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই -স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্য যুদ্ধের অবসান ঘটাতে পদক্ষেপ নিচ্ছে চীন

রূপগঞ্জে ৩৪ বছর পর মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করল গ্রামবাসী

বন্দরে বিএনপি নেতাদের চাঁদা না দেয়ায় মসজিদের বালু ভরাট কাজ বন্ধ

পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট

দুই হত্যার প্রাপ্ত টাকা মসজিদে দান করে দেয় র্যাব কর্মকর্তা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

টাকা পয়সার সঙ্গে জামা জুতাও নিয়ে যায় ছিনতাইকারী

সউদী আরবে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

বাজার মূলধনে যোগ হলো আরো ১০ হাজার কোটি টাকা