মেসির প্রত্যাবর্তনের ম্যাচে পিএসজির গোল উৎসব
লিওনেল মেসি পিএসজি ছেড়ে সউদী ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন-এমন জোরালো গুঞ্জনের মধ্যেই এসেছিল নিষেধাজ্ঞা। `অনুমতি` না নিয়ে সউদী সফরে গিয়ে দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করে তার ক্লাব পিএসজি।এর বিরুদ্ধে মেসি সরাসরি কিছু না বললেও ক্লাবটির নেওয়া এই সিদ্ধান্তের পর অনেকের ধারণাই ছিল পিএসজির সঙ্গে আর্জেন্টাইন ফরওয়ার্ডের সম্পর্কটা বুঝি শেষই হয়ে গেল। অনাকাঙ্ক্ষিত `ভুলের` জন্য মেসির ক্ষমা চাওয়ার পরেও...