রেকর্ডে ঠাসা ম্যাচ জিতে শিরোপার কাছে বার্সা
চোটের কারণে এই মৌসুমটা মোটেই মন-মত কাটাতে পারছেন না করিম বেনজেমা। অথচ এমন একটা মৌসুমেই ফরাসি এই স্ট্রাইকার স্পর্ষ করেছেন দুটি অসাধারণ মাইলফলক। ফেরেন্স পুসকাসের পর প্রথম রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসেবে ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক পেয়েছেন। তাছাড়া এ বছরই রিয়ালের জার্সিতে প্রথমার্ধে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন মাস চারেক আগে। পরশু রাতে আবারও প্রথমার্ধে হ্যাটট্রিকের অনন্য স্বাদ পেলেন বেনজেমা। তাতেই স্প্যানিশ লা লিগার...