জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমির অনুষ্ঠান
২৪ মে ২০২৩, ০৯:৫৯ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

নজরুল একাডেমী তিনদিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৪ তম জন্মবার্ষিকী ২০২৩, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী, কাজী নজরুল ইসলাম কর্ণার উদ্ভোধন, নজরুল একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী, নজরুল একাডেমী পত্রিকা ৫৪ বষর্ : ৪৭ সংখ্যা প্রকাশ ও ওয়ার্ল্ড লিটারেচার ডে উদযাপন উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তন’, নজরুল একাডেমী ভবন, বেলালাবাদ, মগবাজার, ঢাকায় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ২৫ ও ২৬ মে বিকেল ৫:৩০ টায় ও ২৭ মে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হবে। ২৫ মে সকাল ৭টায় ঢাকা বিশ^বিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবির মাজারে পুষ্প অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। বিকেল ৫:৩০ টায় ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তন’, নজরুল একাডেমী ভবন, বেলালাবাদ, মগবাজার, ঢাকায় ওয়ার্ল্ড লিটেরেচার ডে উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক, নজরুল গবেষক, প্রবন্ধকার ও শিল্পী মিন্টু রহমান। আলোচনা করবেন বিশিষ্ট কবি ও নজরুল গবেষক ড. মাহবুব হাসান; বিশিষ্ট কবি, নজরুল গবেষক, দি নিউ নেশন-এর সাবেক সিনিয়র সহকারী সম্পাদক, ক্রোড়পত্র ও সাহিত্য সম্পাদক আবদুল মুকীত চৌধুরী; বিশিষ্ট কবি ও নজরুল একাডেমী পত্রিকার নির্বাহী সম্পাদক নাসির হেলাল। সভাপতির ভাষণ দেবেন নজরুল একাডেমীর সভাপতি, বিশিষ্ট কূটনীতিবিদ ও সংস্কৃতিসেবী মসয়ূদ মান্নান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও নজরুল সঙ্গীত পরিবেশিত হবে। ২৬ মে বিকেল ৫:৩০ টায় অনুষ্ঠানে সভাপতির ভাষণ দেবেন নজরুল একাডেমীর সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ আবদুল হান্নান। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল একাডেমীর প্রাক্তন ছাত্র-ছাত্রী, সম্মানিত সদস্যবৃন্দ ও অতিথি শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। ২৭ মে সকাল ১০ টায় আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক, নজরুল গবেষক, প্রবন্ধকার ও শিল্পী মিন্টু রহমান। সভাপতির ভাষণ দেবেন ও স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কাজী নজরুল ইসলাম কর্ণার উদ্বোধন করবেন নজরুল একাডেমীর সভাপতি, বিশিষ্ট কূটনীতিবিদ ও সংস্কৃতিসেবী মসয়ূদ মান্নান। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ‘সংকল্প’ শীর্ষক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ‘উন্নতি’ দেখছেন না চিকিৎসকরা

ভাড়াটিয়া না পাওয়ায় চীনে ভেঙ্গে ফেলা হচ্ছে বহুতল ভবন

সরকারি বিদ্যুৎ বিল বকেয়া দুই হাজার কোটি টাকা

বাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায় : ম্যাথিউ মিলার

নিখোঁজ ৩ বোনের লাশ মিলল এক ট্রাঙ্কে

শূন্য ২ আসনে উপনির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় নয় : প্রধানমন্ত্রী

তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সিসি

এক্সপ্রেসওয়ে চালুর এক মাস, টোল আদায় পৌনে ৭ কোটি টাকা

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ

আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু শিল্প পুরস্কার’ প্রদান করবেন প্রেসিডেন্ট

পদার্থবিজ্ঞানে নোবেল পাচ্ছেন কারা, জানা যাবে আজ

২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

বিমান বিধ্বস্ত, ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ
বৃষ্টির বাধায় বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

নিবন্ধন সনদ না থাকা ও ভেজাল খাদ্য মজুতের দায়ে রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

দেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে আলোচনা

জৈব-বালাইনাশক বাজারজাতকরণ শুরু করলো ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ