কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত খাটটি নষ্ট হয়ে যাচ্ছে
২৪ মে ২০২৩, ১০:০০ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশাল থানার কাজীর শিমলা গ্রামে। ওই গ্রামের দারোগাবাড়ি স্মৃতিকেন্দ্রে নজরুলের ব্যবহৃত একটি খাট সংরক্ষিত রয়েছে। তবে খাটটিতে ঘুণপোকা ধরেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাজী রফিজউল্লাহর বংশধরসহ কবির ভক্তরা। ময়মনসিংহ ত্রিশালের কাজীর শিমলা গ্রামের কাজী রফিজউল্লাহ ছিলেন আসানসোল মহকুমার দারোগা। আসানসোলে রুটির দোকানে কাজ করা নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালে কিশোর কবিকে নিজ গ্রামে নিয়ে আসেন তিনি। ভর্তি করেন ত্রিশালের দরিরামপুর হাইস্কুলে। কাজীবাড়ি থেকেই স্কুলে যাওয়া-আসা করতেন নজরুল। জাতীয় কবির মর্যাদা পাওয়ার পর নজরুলের ব্যবহৃত খাটটি সযতেœ আগলে রাখেন রফিজউল্লাহর বংশধররা। পরে ২০০৮ সালে নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা হলে সেখানে খাটটি সংরক্ষণ করা হয়। দর্শনার্থীরা এসে নজরুলের ব্যবহৃত খাট দেখেন। তবে ইতোমধ্যে খাটে ঘুণপোকা ধরেছে। খাটের তিন পায়ার সংযোগস্থলে এবং বিছানার অনেকাংশ ঘুণপোকা খেয়ে নষ্ট করে ফেলেছে। রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে যেকোনও সময় ধসে পড়তে পারে খাটটি। কাজী রফিজউল্লাহর নাতি কাজী শাহাদাত হোসেন সাংবাদ মাধ্যমকে জানান, বাড়ি এবং আসবাবপত্র তৈরির জন্য ভারত থেকে লোহা কাঠ এনেছিলেন তার দাদা রফিজউল্লাহ। কবি কিশোর বয়সে যে খাটে ঘুমাতেন সেই খাট তৈরি করা হয়েছিল সেই লোহা কাঠ দিয়েই। তিনি বলেন, নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার পর তার ব্যবহৃত খাটটি আমরা স্মৃতিকেন্দ্রে দিয়ে দেই। রক্ষণাবেক্ষণের অভাবে খাটের বিভিন্ন অংশ ঘুণপোকা খেয়ে ফেলছে। নজরুল স্মৃতিকেন্দ্রের কর্মকর্তারা এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এখনও ব্যবস্থা না নিলে যেকোনও সময় খাট ভেঙে যেতে পারে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কথাসাহিত্যিক মো. সালিম হাসান জানান, নজরুল স্মৃতিকেন্দ্রে ওই খাটটি ছাড়া তেমন কোনও স্মৃতি সংরক্ষিত নেই। একমাত্র খাট সেটিও রক্ষণাবেক্ষণের অভাবে ঘুণপোকা খেয়ে ফেলছে। এটা নজরুল ভক্তদের জন্য বড় কষ্টের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খাট সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। নজরুল স্মৃতিকেন্দ্রের ইনচার্জ আখতারুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, খাটে ঘুণপোকা ধরে নষ্ট করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিঘ্রই খাট সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এদিকে, ত্রিশালে ২৫ থেকে ২৭ মে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী পালনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন

তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সিসি

এক্সপ্রেসওয়ে চালুর এক মাস, টোল আদায় পৌনে ৭ কোটি টাকা

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ

আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু শিল্প পুরস্কার’ প্রদান করবেন প্রেসিডেন্ট

পদার্থবিজ্ঞানে নোবেল পাচ্ছেন কারা, জানা যাবে আজ

২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

বিমান বিধ্বস্ত, ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ
বৃষ্টির বাধায় বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

নিবন্ধন সনদ না থাকা ও ভেজাল খাদ্য মজুতের দায়ে রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

দেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে আলোচনা

জৈব-বালাইনাশক বাজারজাতকরণ শুরু করলো ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ

ছাতকে এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করলেন অভিভাবক!

চালু হলো স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইট

গোবিন্দগঞ্জের শোলাগাড়ী মাদ্রসা কমিটির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সুপারের মধ্যে সংঘর্ষে আহত ১০

তিন মাস পর দেশে অনেক বিদেশি বিনিয়োগ আসবে

বিচার বিভাগ এখন গোপালগঞ্জ আ.লীগের কার্যালয়:রিজভী

বাংলাদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

মৃতদেহ পরিবহনের আড়ালে তারা মাদক ব্যবসা করতো