‘সংসদ ভবন থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেয়া হয়েছে’
২৪ মে ২০২৩, ০৯:৫১ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিল অধিকাংশ বিরোধীদল। কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আপ-সহ ১৯টি বিরোধীদল বিবৃতি জারি করে জানিয়ে দিল, সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেয়া হয়েছে। তাই নতুন ভবনের কোনও অর্থ তাদের কাছে নেই। বুধবার সকালে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ-সহ ১৯টি বিরোধী রাজনৈতিক দল একটি লিখিত বিবৃতি প্রকাশ করে। সেখানে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়। উল্লেখ করা হয় ঠিক কী কারণে তারা এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন। প্রবল সমালোচনা করা হয়েছে ‘কর্তৃত্ববাদী’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ১৯টি বিরোধী দল যৌথ বিবৃতিতে লিখেছে, ‘সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেয়া হয়েছে। নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। এই পরিস্থিতিতে আমরা যৌথ ভাবে ঘোষণা করছি, নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করছি।’ পাশাপাশি লেখা হয়েছে, ‘সর্ব ক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এবং এই বার্তা আমরা দেশের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে বদ্ধপরিকর।’ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আগেই প্রশ্ন তুলেছিল। বিরোধীদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হিসাবে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর এ অনুষ্ঠানের উদ্বোধন করা উচিত ছিল। কিন্তু তার বদলে নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়টিও উঠে এসেছে বিরোধীদের যৌথ বিবৃতিতে। প্রসঙ্গত, নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এসে পৌঁছনোর পরেই তৃণমূল সিদ্ধান্ত নিয়েছিল, রোববারের অনুষ্ঠানে তারা থাকবে না। আপও একই কথা জানিয়েছিল। মঙ্গলবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মানের বৈঠকে দু’পক্ষই এ সিদ্ধান্তে সহমত হন। বুধবার সকালে জানা গেল, তৃণমূল, আপের সঙ্গেই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের পথে হাঁটছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদলও। এবিপি।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন

জিন থেকে ভ্রুণ, ক্যাটালিনের মতো চিকিৎসায় নোবেল পেয়েছেন কোন কোন নারী?

ফের বিয়ে করলেন অভিনেত্রী মাহিরা খান

বেওয়ারিশ কুকুরের হিংস্রতার কাছে জিম্মি মহানগরসহ বরিশালবাসী
আফগান ক্রিকেটে জাদেজা

ঘুমের মধ্যে রাবি শিক্ষার্থীর মৃত্যু

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ‘উন্নতি’ দেখছেন না চিকিৎসকরা

ভাড়াটিয়া না পাওয়ায় চীনে ভেঙ্গে ফেলা হচ্ছে বহুতল ভবন

সরকারি বিদ্যুৎ বিল বকেয়া দুই হাজার কোটি টাকা

বাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায় : ম্যাথিউ মিলার

নিখোঁজ ৩ বোনের লাশ মিলল এক ট্রাঙ্কে

শূন্য ২ আসনে উপনির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় নয় : প্রধানমন্ত্রী

তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সিসি

এক্সপ্রেসওয়ে চালুর এক মাস, টোল আদায় পৌনে ৭ কোটি টাকা

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ

আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু শিল্প পুরস্কার’ প্রদান করবেন প্রেসিডেন্ট

পদার্থবিজ্ঞানে নোবেল পাচ্ছেন কারা, জানা যাবে আজ

২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

বিমান বিধ্বস্ত, ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত