যুদ্ধক্ষেত্রে নাগরিকদের সুরক্ষা দিতে বিশ্ব ব্যর্থ হয়েছে : জাতিসংঘ প্রধান
২৪ মে ২০২৩, ০৯:৫২ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বিশ্ব । গত বছর সংঘাতে আটকে পড়া মানুষের সংখ্যা এবং সংঘাতজনিত তাদের মানবিক বিপর্যয় আকাশ ছুঁয়েছে। জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার একথা বলেন। জাতিসংঘের হিসেবে ২০২২ সালে আগের বছরের তুলনায় বেসামরিক লোকের মৃত্যু ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ১২টি সংঘাতে প্রায় ১৭ হাজার বেসামরিক লোকের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ইউক্রেন এবং সুদানে বেসামরিক লোকের মৃত্যু, ইথিওপিয়ায় স্কুল ধ্বংস করা এবং সিরিয়ায় পানির অবকাঠামোর ক্ষতি উল্লেখ করে গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেছেন, ‘বিশ্ব বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইনে অন্তর্ভুক্ত তার প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হচ্ছে।’ রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজয়ার পাশে বসে থাকা গুতেরেস বলেছেন, যুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের চিকিৎসার বিষয়ে জাতিসংঘের গবেষণায় দেখা গেছে। গত বছর জনবহুল এলাকায় ‘বিস্ফোরক অস্ত্র’ ব্যবহারের শিকার ৯৪ শতাংশ বেসামরিক নাগরিক ছিল। এছাড়া যুদ্ধ এবং নিরাপত্তাহীনতার কারণে ১১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ প্রাথমিকভাবে তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছে।’ শুধুমাত্র ইউক্রেনে, যেটি বছরের বেশি সময় ধরে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। জাতিসঙ্ঘ প্রায় আট হাজার বেসামরিক লোকের মৃত্যু এবং ১২ হাজার পাঁচ শ’ জনের বেশি আহতের রেকর্ড করেছে, যদিও প্রকৃত পরিসংখ্যানে এই সংখ্যা সম্ভবত আরো বেশি। জাতিসংঘের প্রধান, বিশ্বব্যাপী, ‘সংঘাত, সহিংসতা, মানবাধিকার লংঘন এবং নিপীড়নের কারণে’ তাদের বাড়ি থেকে বাধ্য হয়ে বিতাড়িত শরণার্থীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে। এছাড়াও মঙ্গলবার নিরাপত্তা পরিষদের সামনে বক্তব্য রাখছিলেন রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সভাপতি মির্জানা স্পোলজারিক। তিনি সদস্যদের বলেন, ‘আমরা দেখছি, বিশ্বজুড়ে সংঘাতে অগণিত বেসামরিক মানুষ একটি জীবন্ত নরকের সম্মুখীন হচ্ছে।’ তিনি বলেন, ‘যেকোনো সময় পরবর্তী ক্ষেপণাস্ত্র তাদের বাড়ি, তাদের স্কুল, তাদের ক্লিনিক এবং সেখানে থাকা সবাইকে ধ্বংস করে দিতে পারে।’ তিনি আরো বলেন, ‘যেকোনো সপ্তাহে, তাদের খাবার বা ওষুধ ফুরিয়ে যেতে পারে।’ গত মে মাসে কাউন্সিলের ঘূর্ণায়মান সভাপতিত্ব গ্রহণকারী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেছেন, সংঘাতে সকল পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। রয়টার্স।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন

ভাড়াটিয়া না পাওয়ায় চীনে ভেঙ্গে ফেলা হচ্ছে বহুতল ভবন

সরকারি বিদ্যুৎ বিল বকেয়া দুই হাজার কোটি টাকা

বাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায় : ম্যাথিউ মিলার

নিখোঁজ ৩ বোনের লাশ মিলল এক ট্রাঙ্কে

শূন্য ২ আসনে উপনির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

মানুষের ওপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় নয় : প্রধানমন্ত্রী

তৃতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন সিসি

এক্সপ্রেসওয়ে চালুর এক মাস, টোল আদায় পৌনে ৭ কোটি টাকা

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ

আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু শিল্প পুরস্কার’ প্রদান করবেন প্রেসিডেন্ট

পদার্থবিজ্ঞানে নোবেল পাচ্ছেন কারা, জানা যাবে আজ

২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

বিমান বিধ্বস্ত, ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ আজ
বৃষ্টির বাধায় বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

নিবন্ধন সনদ না থাকা ও ভেজাল খাদ্য মজুতের দায়ে রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

দেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে আলোচনা

জৈব-বালাইনাশক বাজারজাতকরণ শুরু করলো ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ

ছাতকে এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করলেন অভিভাবক!