তিস্তা নিয়ে ভাঙলো ঘুম
তিস্তার নদীর উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নিচ্ছে ভারত অনেক দিন থেকে। এবার আবারও ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সরকার তিন্তা নদীর প্রবাহিত পানি তুলে নিতে উজানে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আরো দুটি খাল খননের কাজ শুরু করতে চলেছে। খাল-খননের জামি ইতোমধ্যেই অধিগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচার হচ্ছে। এমনকি ভারতের গণমাধ্যম ‘তিস্তার পানি উঠিয়ে দিনে খাল...