তামিমের ব্যাটে রান যে জরুরি
বাংলাদেশ ক্রিকেটেই শুধু নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাটিংয়ে দেশের সেরা সব অর্জন তার নামের পাশে। তবে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তামিম ইকবালের। ৬ ইনিংস ধরে একটি ফিফটি ইনিংসও নেই দেশের ওয়ানডে অধিনায়কের। খুব বাজে সময় বা অফ ফর্ম এটিকে সেভাবে বলা যায় না। এই ৬ ইনিংসের মধ্যে ১৯, ২৩, ৩৫ ও ২৩ রানের ইনিংস আছে। রান পাচ্ছেন না...