উইলিয়ামসন ফেরালেন ৭৫ বছর আগের স্মৃতি
ডেভিড ফিঞ্চার বা ড্যারেন অ্যারোনফস্কির কোন থ্রিলার চলচিত্র গতকাল হ্যাগলি ওভালের বিশাল পর্দায় দেখানো হয়নি। তবুও নির্ধারিত ওভারের খেলা শেষে গোটা মাঠের হাজার হাজার চোখজোড়া আটকে ছিল সেখানে! শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৮ রান আর শেষ দুই বলে ১ রান। সেখান থেকে সমীকরণ দাঁড়ায় শেষ বলে লাগবে একরান। আর তা না হলে...