পাচারকালে ৪টি রাজ ধনেশ পাখি উদ্ধার
২৬ মে ২০২৩, ১১:০৮ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

পাচারের সময় চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে চারটি রাজ ধনেশ পাখি উদ্ধার করে দুইজনকে ছয় মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানার গুণাগরি এবং আনোয়ারা থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে এই রাজ ধনেশ পাখি পাচারের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন জানিয়েছেন, এসব পাখি ভারতে পাচার হচ্ছিল। গ্রেফতারকৃত দুজনের মধ্যে অটোরিকশা চালক মো. সেলিমের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার দীঘার পানখালি গ্রামে। আর মিজানুর রহমনের বাড়ি বাগেরহাটের শরণখোলা থানার পূর্ব খোস্তাকাটায়।
ওসি কামাল উদ্দিন বলেন, একটি চক্র এই পাখিগুলো পাচারে জড়িত। চারটি রাজ ধনেশকে আনা হয় বান্দরবানের আলীকদম এলাকা থেকে। এরপর কক্সবাজারের চকরিয়া রুট দিয়ে পেকুরা এবং বাঁশখালী থানা দিয়ে আনোয়ার মইজ্জ্যারটেক হয়ে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতারের পর সেলিম ও মিজানুরকে ভ্রাম্যামাণ আদালত ছয় মাস করে কারাদ- দিয়েছেন। তারা বন্যপ্রাণী পাচারের একটি ‘চক্রের’ সদস্য। আলীকদম থেকে এই চক্রটি এভাবে আগেও কয়েকবার ধনেশ পাখি নিয়ে এসেছে। এই পাখিগুলো ভারত হয়ে অন্যান্য দেশে পাচার করা হয় বলেও স্বীকার করেছে সেলিম ও মিজানুর।
ওসি আরো বলেন, গোপন খবরের ভিত্তিতে বাঁশখালীর গুণাগরি এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী একটি অটোরিকশাকে প্রথমে আটক করা হয়। ‘অন টেস্ট’ লেখা নম্বরবিহীন ওই অটোরিকশাটির ইঞ্জিন কাভারের উপরে বাঁশের তৈরি খাঁচার ভিতরে আরেকটি বেতের ঝুড়িতে চারটি রাজ ধনেশ পাখি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে অটোরিকশা চালক সেলিম জানিয়েছে, তার দায়িত্ব ছিল আলিকদম থেকে পাখিগুলো মইজ্জ্যারটেকে মিজানুর রহমানের কাছে পৌঁছে দেয়া। সেলিমের দেয়া তথ্যে মইজ্জ্যারটেকে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতারের পর তিনি জানিয়েছেন, তার কাজ হল ওই পাখিগুলোকে চট্টগ্রাম নগরীতে অন্য কারও কাছে নিয়ে যাওয়া।
এক জোড়া রাজ ধনেশ পাখি চার লাখ টাকায় পাচারকারী চক্র বিক্রি করে বলে এই পুলিশ কর্মকর্তার ভাষ্য।
ওসি কামাল উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় গ্রেফতার দুজনের প্রত্যেককে ছয় মাস করে কাদাদ- দেয়া হয়েছে বন বিভাগের কর্মকর্তারা এবং সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে। উদ্ধার হওয়া রাজ ধনেশ পাখি চারটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাংলাদেশে যে চার প্রজাতির ধনেশ পাখির দেখা মেলে তার মধ্যে রাজ ধনেশ অন্যতম। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের গহীন বনে এই প্রজাতির ধনেশ পাখির বাস। কালো রঙের বড় আকৃতির এই পাখির শরীরের মাঝ বরাবর পালকে সাদা ছোপ থাকে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

‘শান্তিকামী’ জাপান কেন নতুন করে অস্ত্রে সজ্জিত হচ্ছে?

১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি

ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন

বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

ডোনেৎস্কে ইউক্রেনের গোলাবারুদ ডিপো ধ্বংস, ২৬০ সেনা নিহত

কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন কি যুক্তরাষ্ট্রকে টপকাতে পারবে?

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা!

পাল্টা-আক্রমণে ‘প্রস্তুত’ ইউক্রেন

ইমরানের দলের প্রধান হবেন শাহ মেহমুদ কুরেশি

‘কট্টরপন্থী বাংলাদেশী’দের ভিড়, হিন্দুরা ছাড়ছে পশ্চিমবঙ্গ! বিতর্কিত ‘ওয়েস্ট বেঙ্গল ডায়েরি’

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা ও দুই সন্তানসহ দগ্ধ ৪

সাফল্য ও অগ্রগতির দেড়যুগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা জানালেন মিথিলা

এক মাদ্রাসা থেকে দশ লাখ হাফেজ

‘আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, যদি শুনি নৌকা হেরে গেছে'

বহু অপকর্মের মুলহোতা প্রতারক আলীকে অবশেষে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার

মাত্র দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

তুষারধসে পাকিস্তানে ১০ জনের প্রাণহানি

নভেম্বর থেকে ৯ সেতু ও ২ মহাসড়কে ই-টোল বাধ্যতামূলক

আবারো বায়ুদূষণে শীর্ষে ঢাকা