সাহিত্য ও ভাষায় : রাসূল (দ.) আমাদের আদর্শ
বিশ্বব্যাপী জাহেলি বা আন্ধকার যুগ বিরাজমান।ঐতিহাসিকগণ ঐ যুগকে ‘আল আয়্যামুল জাহিলিয়াহ’ নামে অভিহিত করেন। জাহেলি যুগে ধর্মীয় অবস্থা ছিল অতীব শোচনীয়। এক ইলার ইবাদত না করে তারা বস্ত উপাসক,তারকা পুজক,মুর্তি পুজক ইত্যাদি বিশ্বাসে বিশ্বাসী ছিল। আবার কিছু লোক কোন ধর্মেই মানত না।ধর্মীয় বিশ্বাস না থাকলেও সাহিত্য ও ভাষার ছিল সোনালি যুগ।সে সময় অসংখ্য প্রতিভাবান কবিÑসাহিত্যিক কবিতা রচনায় নিয়োজিত ছিল। সাহিত্যের...