রোজা: স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে
“নিশ্চয় প্রত্যেক জিনিসের জন্য যাকাত আছে, শরীরের যাকাত রোজা (ইবনে মাজা)”। চাঁদের বার মাসের মধ্যে নবম মাসের নাম রমজান। এই রমজান মাসের রোজা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। রমজান শব্দটি আরবী “রমজ” ধাতু থেকে উদ্ভূত। ‘‘রমজ’’ শব্দের অর্থ পোড়ান, জ্বালান বা দহন করা। মানুষের দেহকে পোড়ান দরকার কেন? এ পোড়ান অর্থ কি দেহকে আগুন দিয়ে জ্বালানো? না, এ অর্থে ‘‘রমজ’’ বা...