ইতিকাফঃ তাৎপর্য ও ফজিলত
মাহে রমজান মুসলিম নর-নারীর জন্য এক বিশেষ নিয়ামত। যার মাধ্যমে বান্দারা পুণ্য লাভের সুযোগ খুঁজে পায় এবং নিজেকে তর পরহেজগার করে তুলে। এমন একটি সুযোগ বা মাধ্যম হ”েছ শেষ দশকে মসজিতে বা নিজ গৃহে ইতিকাফ পালন করা। ইতিকাফ মহান আল্লাহর নৈকট্য লাভের একটি পথ। এতে বান্দার জাগতিক জীবনের সব কিছু ত্যাগ করে নিজেকে এক আল্লাহ পথে বিলিয়ে দেওয়ার সুযোগ তৈরী...