রাসূলুল্লাহ (সা:)-এর আখলাক
প্রশংসা বাক্য : আকাশের তারকা, বৃষ্টির ফোঁটা, বৃক্ষপত্র, মরুভূমির বালুকা এবং স্বর্গ-মর্ত্যরে অণু-পরমাণুতুল্য অনন্ত প্রশংসা সেই মহান ¯্রষ্টার জন্য, যিনি একত্ব ও অদ্বিতীয়তার গুণে বিভূষিত। মহিমা, মহত্ত্ব, গৌরব, শ্রেষ্ঠত্ব ও মহামর্যাদা যাঁর বিশেষত্ব। যাঁর শান এবং প্রতাপের পূর্ণতা কারও জ্ঞানের আয়ত্তে আসে না। যাঁর প্রকৃত পরিচয় শুধু তিনি ছাড়া আর কারও পক্ষে জানার সাধ্য নেই। যাঁর সত্যিকার পরিচয় লাভে সাধককুল...