নারী ফুটবলে যাত্রা শুরু সেনাবাহিনীর
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে গতপরশু একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল। নতুন এই নারী ফুটবল দলটি অসামান্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিকেএসপিকে ২-০ গোলে হারায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী-বিকেএসপি প্রীতি ম্যাচটি উপভোগ করেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল এসএম...