চপলকে নিয়ে এ কেমন নাটক এনএসসির?
বাংলাদেশে আরচ্যারি খেলার জনক বলা চলে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে। যার হাত ধরে লাল-সবুজের আরচ্যারি আন্তর্জাতিক আসর থেকে একাধিক সাফল্য তুলে এনেছে। চপলের সাংগঠনিক দক্ষতার ফল হিসেবে সবশেষ ২০১৯ নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমস থেকে ১০টি স্বর্ণপদক জিতে রেকর্ড গড়েছিল বাংলাদেশের আরচ্যারি। সেই চপলকে নিয়েই অভিনব এক নাটক মঞ্চস্থ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)! যেখানে কুশীলবের ভূমিকায় ছিলেন সার্চ...