‘মোদি খুব বুদ্ধিমান’, চড়া শুল্ক নিয়ে ভারতকে খোঁচা ট্রাম্পের!
প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন করের চাপে হাঁসফাঁস অবস্থা ভারতের। এসবের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প, ওয়াশিংটন এবং ভারতের মধ্যে শুল্ক আলোচনার ক্ষেত্রে ইতিবাচক দিক তুলে ধরেছেন। বলেছেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন খুবই বুদ্ধিমান মানুষ।"
হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, "প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি (আমেরিকায়) এসেছিলেন, আমরা সব সময়ই খুব ভালো বন্ধু।" এরপরেই প্রেসিডেন্টের খোঁচা, "ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলির...