এই চিড়িখানায় ঢেলে বিক্রি হচ্ছে বাঘের প্রস্রাব! কেন?
পরিবারের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর জন্য মানুষ চিড়িয়াখানায় যায়। চিড়িয়াখানায়, প্রাণীদের বিশেষ যত্ন নেওয়া হয় এবং সন্তানের মত ভালোবেসে তাদের লালনপালন করা হয়। তবে, বিশ্বের এমনও কিছু চিড়িয়াখানা রয়েছে, যারা নিজেদের সুবিধার জন্য প্রাণীদেরই ব্যবহার করে। চিনেই রয়েছে এমনই একটি চিড়িয়াখানা। এই চিড়িয়ানায় নাকি যেখানে বাঘের প্রস্রাবই বোতলে ভরে বিক্রি করা হচ্ছে।
কেন বিক্রি করা হচ্ছে?
এই চিড়িয়াখানাটি সিচুয়ান প্রদেশে অবস্থিত। নাম...