এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের জয়
লা লিগায় সময় মতই জ্বলে উঠলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন তিনি। এমবাপ্পের হ্যাটট্রিকে শনিবার রাতে লা লিগায় রিয়াল ভালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লাল কার্ডের জন্য নিষিদ্ধ ভিনিসিয়াস জুনিয়রের অভাব বুঝতেই দেননি কিলিয়ান এমবাপ্পে। চমৎকার দুই ফিনিশিংয়েরর পর সফল স্পট কিকে করলেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে লা লিগার ম্যাচে ভালাদোলিদকে অনায়াসে হারাল রিয়াল...