ঢালিউডে আসছে 'তান্ডব' সিনেকম্প
ভূমিকম্প নয় এবার ঢালিউড সিনেমায় রীতিমতো ‘সিনেকম্প’র অ্যালার্ট দিলেন মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের প্রস্তুত থাকতে বলেছেন জনপ্রিয় এ অভিনেতা। গতকাল (২৮ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন সিনেমা ‘তাণ্ডব’র পোস্টার শেয়ার করেন শাকিব। ক্যাপশনে লেখেন, সিনেকম্প অ্যালার্ট। ‘বরবাদ’ পরবর্তী আকর্ষণ ‘তাণ্ডব’।
এদিকে সিনেমার পোস্টার থেকে জানা যায়, ‘তুফান’ সিনেমার পর নির্মাতা রায়হান রাফি পরিচালিত পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটির মুক্তির তারিখ...