জুলাই বিপ্লব এবং আমাদের সাহিত্য
কাজী নজরুল ইসলামের সাহিত্যের বড় একটা অংশ ইংরেজ তাড়াও আন্দোলন দ্বারা প্রভাবিত। তিনি যখন বলেন ‘ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন’ তখন তিনি ভগবান বলতে যে অত্যাচারী ব্রিটিশরাজকেই ইঙ্গিত করেন, তা বোঝা যায়। ‘শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল/ শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল’- এখানে তোদের বলতে যে ইংরেজদের বুঝানো হচ্ছে, বোঝা যায়। নজরুলের কবিতার শক্তি এখানে।
ভাষা...