সাত সাগরের মাঝি কবি ফররুখ আহমদের জাগরণী কাব্যগ্রন্থ
ফররুখ আহমদের “সাত সাগরের মাঝি” একটি অদ্ভুত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে সামুদ্রিক নাবিকের বলিষ্ঠ কণ্ঠ ও প্রত্যয়দীপ্ত সুরের মাধ্যমে সিন্দবাদ মাঝি সমুদ্রের নতুন জীবনের ডাক দিয়েছে। কাব্যে নজরুলের জাগরণে উদীপ্ত জনতাকে স্বপ্ন, কর্মসাধনা ও আদর্শের পথে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হওয়ার দৃষ্টিভঙ্গি প্রকাশ পাওয়া যায়। বাংলা ঐতিহাসিক ও ঐতিহ্যিক উপাদানগুলি এখানে অতীতের ঘটনাবলী ও স্মৃতির সাথে সমন্বয়ে বর্তমানের ভাবনায় উদ্ভাসিত।
প্রায় দুই শত...