বিশ্বজুড়ে বিকল চ্যাটজিপিটি
আচমকাই বিগড়ে গেল কৃত্রিম বুদ্ধিমত্তার পথ দিশারি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। আর তার ফলেই চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লক্ষ-লক্ষ ব্যবহারকারী। কারিগরি সমস্যার কারণেই চ্যাটজিপিটির চ্যাটবট কাজ না করার ফলে ওপেনএআইয়ের এপিআই পরিষেবাও মিলছে না গ্রাহকদের। কখন ফের চালু হবে পরিষেবা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি চ্যাটজিপিটির মালিক সংস্থা ওপেনএআই।
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এদিন সকাল থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে...