আচমকাই পদত্যাগ করলেন এক্স-এর দক্ষিণ এশিয় প্রধান! জল্পনা তুঙ্গে
সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (আগে যা পরিচিত ছিল টুইটার নামে) ভারত ও দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারণ প্রধান সমীরণ গুপ্তা পদত্যাগ করছেন। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি তেমনটাই। সমীরণই ছিলেন মাস্কের সংস্থার সবচেয়ে বর্ষীয়ান কর্মী। কনটেন্ট-নির্ভর নীতি নির্ধারণে তার ভূমিকাই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।
কেন পদত্যাগ করলেন তিনি? এই নিয়ে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সমীরণ। কোনও মন্তব্য করতে চায়নি এক্সও। তবে সমীরণের...