আরও স্মার্ট হচ্ছে স্যামসং, চলতি বছরই বাজারে আসতে পারে ট্রাই-ফোল্ড ডিসপ্লে মডেল
ফোল্ডিং ডিসপ্লে স্মার্টফোন এনে একসময় তাক লাগিয়ে দিয়েছিল স্যামসং। আর এবার আরও একধাপ এগিয়ে ট্রাই ফোল্ড ডিসপ্লে আনতে চলেছে এই কোরিয়ান সংস্থা। নিঃসন্দেহে যা স্মার্টফোনের দুনিয়ায় নতুন বিপ্লব।
চলতি বছরই স্যামসং গ্যালাক্সি S23 FE মডেলটি আত্মপ্রকাশ করার কথা ছিল। কিন্তু আপাতত তার ডেভেলপমেন্টের কোনও খবর নেই। বরং ট্রাই-ফোল্ড ডিসপ্লের হ্যান্ডসেট এ বছর বাজারে আনতে পারে স্যামসং। টিপস্টারের যোগেশ ব্রারের দেওয়া তথ্য...