আমার মেয়ে তো জাপানিজ: কাজল
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় অভিনেতা দম্পতি কাজল ও অজয় দেবগনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের বাড়িতে কী ধরনের খাবার বেশি প্রাধান্য পায়, যেহেতু কাজল বাঙালি এবং অজয় পাঞ্জাবি। উত্তরে কাজল হাসতে হাসতে জানান, তাদের মেয়ে নাইসা দেবগন জাপানি খাবার, বিশেষ করে সুশি, খুব পছন্দ করে। তিনি মজার ছলে বলেন, “নাইসা তো বাঙালি বা পাঞ্জাবি খাবার খায় না, আমার মেয়ে জাপানিজ!”...