কেন কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ?
বলিপাড়ার শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার অভিনয়ে মুগ্ধ কাশ্মির থেকে কন্যাকুমারী। কেবল ক্যামেরার সামনে নয়, ক্যামেরার উল্টো দিকেও নওয়াজউদ্দিন পুরোদস্তুর পারফর্মার। সম্প্রতি নির্মাতা সেজাল শাহ পরিচালিত থ্রিলার ‘কোস্তাও’-র জন্য নওয়াজ এমন এক ঝুঁকি নিয়েছেন, যা শুনে চমকে উঠবেন আপনিও। জানা যায়, সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যকে পর্দায় পুরোপুরি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি সোজা ঝাঁপ দিয়েছিলেন কুমির ভর্তি লেকে! ভয়াবহ বিপদের...