জোড়া গোলের পর অ্যাসিস্টে নতুন উচ্চতায় মেসি, সেমি-ফাইনালে মায়ামি
একক প্রচেষ্টার দর্শনীয় গোলে পথ দেখালেন লিওনেল মেসি। পরে করলেন আরও এক গোল। একটি গোলে রাখলেন সরাসরি অবদান। অ্যাসিস্টে স্পর্শ করলেন নতুন মাইলফলক, যে উচ্চতায় আগে ওঠেনি কেউ। মেজর লিগ সকারের প্লে অফে ন্যাশভিলকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে গেল ইন্টার মায়ামি।
ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার সকালে সফরকারীদের ৪-০ গোলে উড়িয়ে দেয় হাভিয়ের মাসচেরানোর দল। প্রত্যক্ষ বা পরোক্ষোভাবে চার গোলেই ছিল সেমির...