সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-১২
সম্রাটের হৃদয় কাঁদছে। কিন্তু ন্যায়বিচারের প্রশ্নে তার অঙ্গীকার অবিচল। তিনি রায় ঘোষণা করলেন। নিজের স্ত্রীর অপরাধের সাজা হলো মৃত্যুদ-। উপমহাদেশের ইতিহাস সেদিন স্তব্ধ হয়েছিলো আরেকবার। নুরজাহান রোদন করছেন। সম্রাটের চোখেও অশ্রু। সম্রাট তাঁকে ভালোবাসতেন জীবনের চেয়েও বেশি। কিন্তু তার চেয়েও বেশি দায়বদ্ধ তিনি ন্যায়ের কাছে। মায়া, মমতা, আবেগ, অনুরাগ সকল কিছুই এর কাছে পরাভূত। নুরজাহান কেঁদে কেঁদে বললেন, সমস্ত প্রেম,...