সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-১০
জাহাঙ্গীর চুপ থাকলেন। বৃদ্ধা আরো ক্রুব্ধ হয়ে বাড়িতে চলে গেলেন। বৃদ্ধার গমনপথ অনুসরণের আদেশ দিলেন এক সৈন্যকে। পরে রাতে ঘোড়ায় চড়ে ছদ্মবেশে বৃদ্ধার বাড়ির দিকে যাত্রা করলেন স¤্রাট।অন্ধকার আলকাতরার তমো। আকাশে মেঘ জমেছে। বৃদ্ধার বাড়িতে বিষণœ রাত। টিম টিম করে আলো জ্বলছে। দরজায় একজন প্রহরী। একটা কালোমূর্তি বৃদ্ধার ঘরে প্রবেশ করলো। দূর থেকে শোনা গেলো মেয়েলি কণ্ঠের আওয়াজ, ‘বাঁচাও, বাঁচাও!’...