মাওলানা এম এ মান্নান : তাঁর আধ্যাত্মিক উত্তরাধিকার
মাওলানা এম এ মান্নান (রহ.) শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। তিনি যেমন ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, মুফতা ভাষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, তেমনি আধ্যাত্বিক জ্ঞানে ও আমলে ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। আমরা জানি, দ্বীনের রোকন ৩টি: ১) ঈমান, ২) ইসলাম, ৩) ইহসান। ঈমান-আকিদার ক্ষেত্রে আহলুস সুন্নাতের প্রতিষ্ঠিত মতাদর্শ ছাড়া নাজাতের কোনো পথ নেই এ কথা ছিল তার সুস্পষ্ট বক্তব্য। আল্লাহ...