গাড়ি উঠলেই কেঁপে ওঠে
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া (খেয়াঘাট পাড়) এলাকায় কীর্তিনাশা শাখা নদীর ওপর প্রায় তিন যুগ আগে নির্মিত পাকা সেতুটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ১০-১২ বছর ধরে সেতুটি মেরামতের অভাবে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। প্রতিদিন দুই উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের যানবাহন চলাচল করায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ।
স্থানীয় বাসিন্দা খোকন মাদবর বলেন, এ সেতুটি...