দূষণের শহর ফরিদপুর
ফরিদপুর নৌবন্দরসহ জেলা ও পৌর সদরে ধুলোর দূষণ, বায়ুদূষণ ও শব্দ দূষণে নাকাল লক্ষাধিক মানুষ। দেখার কেউ নাই। জেলা শহরের মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ হতে ধলার মোড়। এছাড়া আনন্দবাজার, খলিল মন্ডল মোমিন খার হাটেও একই অবস্থা।এদিকে, সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের পাঁচ কিলোমিটার এলাকা এবং ডিক্রিচর ইউনিয়নের কমপক্ষে তিনটি ওয়ার্ডজুড়ে ইটের ভাটার রমরমা বাণিজ্য যেমন চলছে, তেমনি ইট পোড়াতে কাঠ কয়লার...