ফাঁস হয়েছে শুটিং দৃশ্য, স্যোশাল মিডিয়ায় ভাইরাল 'তান্ডব'
কখনো তাদের দেখা যাচ্ছে রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ীতে, আবার কখনো পদ্মা নদীর মাঝে,আবার বাইক নিয়ে সাধারণ জনগণের মধ্য দিয়েই হাঁটছেন। বাইক নিচ্ছে না স্ট্রাট। তাই অভিনেত্রী তো রেগেমেগে ফায়ার। সম্প্রতি এমন কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেই ভিডিও এবং ছবিতে ওপরের লোকেশনগুলোতে দেখা গেছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে, যা আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত...