জবানের হেফাজত বেহেশতের জামানত-২
জবান খুব দামী নিআমত। সব অঙ্গ-প্রত্যঙ্গের মাঝে জবানের বিশেষ মর্যাদা রয়েছে। পারস্পরিক কথাবার্তা, লেনদেন, আলাপ-আলোচনা, সব কিছুতেই মুখের ভূমিকা অপরিসীম। এটা সব অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিনিধি ও মুখপাত্র। জবানের যথাযথ ব্যবহারের দ্বারা দুনিয়া-আখেরাতে মানুষ যেভাবে উপকৃত হতে পারে তদ্রƒপ এর অপব্যবহার দ্বারা ডেকে আনতে পারে ধ্বংস। এই জবান যেমন সত্তর বছরের বৃদ্ধকে ঈমানের স্বীকারোক্তি দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয় তেমনি কুফরের...