ঈদুল ফিতর : ‘আল্লাহু আকবারে’র চেতনায় উজ্জীবিত হওয়ার দিন
কুরআন মাজিদের যে আয়াতে রোজা ও রমজান প্রসঙ্গ উল্লিখিত হয়েছে সে আয়াতের শেষাংশে ঈদের আনন্দের প্রতিও ইঙ্গিত রয়েছে। ইসলামি ঈদের স্বরূপ ও তাৎপর্য বোঝার জন্য ওই বিষয়টি অনুধাবন করা প্রয়োজন। আল্লাহ তায়ালা বলেনÑ রমজান মাস, তাতে কুরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত, সৎপথপ্রাপ্তির স্পষ্ট নিদর্শন ও হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। কাজেই তোমাদের যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই...