দেশের প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পেয়েছে হলিউডের দুই সিনেমা
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) স্টার সিনেপ্লেক্সে একসাথে মুক্তি পেয়েছে হলিউডের ব্লকবাস্টার দুটো সিনেমা। যেখানে একটি সনি পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘ক্র্যাভেন দ্য হান্টার’ ও অন্যটি ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মুফাসা : দ্য লায়ন কিং’। দুটি সিনেমা নিজেই দর্শকদের মধ্যে বিরাজ করছে দারুণ উত্তেজনা।
মার্ভেল কমিকসের জনপ্রিয় ভিলেন চরিত্র ক্র্যাভেন এবার আর বইয়ের পাতায় আটকে থাকেননি বরং বইয়ের পাতা থেকে উঠে এসেছেন পর্দায়। সনি...