ভারতের দ্বিগুণ বাংলাদেশের মূল্যস্ফীতির হার
১৩ জুন ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১২:০১ এএম
বিশ্বের অনেক দেশে গত এক বছরে মূল্যস্ফীতির হার কমলেও বাড়ছে বাংলাদেশে। গত মে মাসেই ভারতের খুচরা মূল্যস্ফীতির হার কমে বাংলাদেশের অর্ধেকে দাঁড়িয়েছে। এই সময়ে ভারতের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে মে মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। কয়েক মাস ধরে ভারতে খুচরা পর্যায়ে মূল্যস্ফীতি কমছে, তারই ধারাবাহিকতায় মে মাসে মূল্যস্ফীতির হার কমল। সেই সঙ্গে গত মাসে ভারতের শিল্পোৎপাদনও বেড়েছে, অর্থাৎ উৎপাদন খাত চাঙা হয়েছে। আর গত এক বছরে বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতির হার কমলেও বাংলাদেশে বাড়ছে। এই মূল্যস্ফীতির দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর চাপিয়ে দেওয়া সুবিধাজনক, কিন্তু সেটা ঠিক বাস্তবসম্মত নয় বলেও মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। গত সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক সেমিনারে তিনি এই কথা বলেন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই অর্থনীতিবিদ বলেন, যেসব দেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাহিদা হ্রাসের ব্যবস্থা নিয়েছে, সেসব দেশ প্রণিধানযোগ্যভাবে মূল্যস্ফীতি কমাতে পেরেছে। অর্থাৎ যেসব দেশ নীতি সুদহার বাড়িয়েছে, সেসব দেশ ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমাতে পেরেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, মে মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গত এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। কয়েক মাস ধরে তা ৯ শতাংশের আশপাশেই থাকছে।
অন্যদিকে ইকোনমিক টাইমসের খবরে জানানো হয়েছে, মে মাসের বার্ষিক হিসাবে ভোক্তা মূল্য সূচক বা সিপিআইয়ে ভারতের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশ, এপ্রিলে যা ছিল ৪ দশমিক ৭ শতাংশ। ভারতের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (এনএসও) জানিয়েছে, মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশ, আগের মাসে যা ছিল ৩ দশমিক ৮ শতাংশ। মে মাসে ভারতের গ্রামাঞ্চলের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশ, শহরাঞ্চলের ক্ষেত্রে যা ৪ দশমিক ৩ শতাংশ।
ভারতে টানা কয়েক মাস ধরে মূল্যস্ফীতির হার কমলেও বাংলাদেশে অবশ্য তা বাড়ছে। গত মে মাসে ১৩৪ মাস বা ১১ বছর দুই মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। দেখা গেছে, মে মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ভারতের খুচরা মূল্যস্ফীতির হারের দ্বিগুণেরও বেশি।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, এ নিয়ে টানা চার মাস ভারতে খুচরা মূল্যস্ফীতির হার কমল, যদিও তা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত সহনশীল সীমার উচ্চতম হারের চেয়ে সামান্য বেশি।
মে মাসে ভারতে অনেক পণ্যেরই দাম কমেছে, বিশেষ করে টমেটোর। সেই সঙ্গে পরিশোধিত তেল, আটা–গম, এলপিজি ও কেরোসিনের দাম কমেছে। যে ১০টি পণ্যের দাম কমেছে তার মধ্যে ৯টি পণ্যই খাদ্য ও তেলসংক্রান্ত, আরেকটি যোগাযোগ ও যাতায়াত সংশ্লিষ্ট।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক