বাড্ডায় মা-মেয়ে হত্যা টার্গেট ছিল স্ত্রী
১৬ জুন ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৬ জুন ২০২৩, ১২:০৯ এএম
রাজধানীর মেরুল বাড্ডায় মা ও মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী মোহাম্মদ সেলিমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পশ্চিম মেরুল বাড্ডার জামশেদ টাওয়ারের ৮ম তলায় দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সেই দুধ খেয়ে স্ত্রী মাহমুদা হক বৃষ্টি (৩৩) ও তার মেয়ে সানজা মারওয়া মারা যান। এ ঘটনায় পুলিশ সেলিমকে গ্রেপ্তার করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম জানিয়েছে, তার টার্গেট ছিল স্ত্রীকে হত্যা। এ জন্য সে ১ লিটার প্রাণ দুধ কেনে। স্থানীয় ফার্মেসি থেকে তিন পাতা ঘুমের ট্যাবলেড কেনে। তিন পাতায় ৩০ টি ট্যাবলেড ছিল। রাত ১০ টার দিকে বাসায় দুধের সঙ্গে ৩০ টি ঘুমের ওষুধ মিশিয়ে তার স্ত্রীকে দুধ খেতে দেন। এসময় তার স্ত্রীর সঙ্গে মেয়ে সানজাও দুধ খায়। এক পর্যায়ে তারা অচেতন হয়ে পড়ে। তিনি তার স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু রাত ২ টার দিকে তার স্ত্রীর মামা সোহেল বাসায় এসে খোঁজ নেন। পরে তাদেরকে বনশ্রীর ফরাজি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে মেরুল বাড্ডা পাঁচতলা কবরস্থানে দাফন করা হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মৃতের শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে ভিসেরা রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।
মৃত বৃষ্টির বাবা মোজাম্মেল হক বলেন, সেলিম পরকীয়ায় আসক্ত ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। এটার জের ধরে সেলিম তাদেরকে হত্যা করেছে। সেলিম প্রায়ই বাড়ি থেকে উধাও হয়ে যেতেন। কোথায় কার সঙ্গে থাকতেন এসব ব্যাপারে পরিবারের প্রশ্নের কোনো উত্তর দিতেন না। একাধিকবার স্ত্রীকে মারধর, এমনকি হত্যার চেষ্টাও করেন সেলিম। গত দুই বছরে অন্তত তিনবার পারিবারিক বৈঠক হয় সম্পর্ক চুকিয়ে ফেলা নিয়ে। বৃষ্টি বলেছিলেন ‘আর কটা মাস দেখি, যদি বদলায় সে’। তবে সেলিম বদলাননি। বরং পৃথিবী থেকে বৃষ্টিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে থাকেন তিনি।
পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম জানান, তিন দিন বাইরে থেকে সোমবার রাতে বাসায় ফেরেন। এ নিয়ে পারিবারিক কলহ চরমে ওঠে। পারিবারিক কলহ আর নিজের পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে সারা জীবনের জন্য সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি। কিন্তু মেয়েকে হত্যার পরিকল্পনা ছিল না তার।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিবাহিত সম্পর্কের বাইরে আর কার কার সঙ্গে মিশত সেলিম, তাদের কারো যোগসাজশ ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ক্রিকেটে দুর্ভাগ্যের সংখ্যা '৫৫৬'!
ভিএআরে প্রতিবাদ করে নটিংহ্যামকে গুনতে হল প্রায় ১২ কোটি টাকা!
চৌদ্দগ্রামে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১
সেপ্টেম্বর ২০২৪-এ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কের ২,০০০ কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি
ময়মনসিংহে ঐতিহ্যবাহী জিলা স্কুলের খেলার মাঠ দখল করে ভবন নির্মাণে প্রতিবাদ সভা
শান্তিতে নোবেল পাওয়া জাপানি সংগঠনকে অভিনন্দন ড. ইউনূসের
সবজি বাজারের সিন্ডিকেট এখনো বহাল কিভাবে?
সন্ত্রাস ও দুর্নীতিবাজদের দ্বারা কোনভাবেই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয় - ইসলামী আন্দোলন বাংলাদেশ
যশোরে নারীকে কুপিয়ে হত্যা করল প্রাক্তন স্বামী
স্বৈরাচার হাসিনা হিটলারেরর চেয়ে জঘন্যতম কাজ করছে
পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন জঘন্য অপরাধ, কথিত শিল্পীদের শাস্তির দাবি ইসলামী দলের
ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন নায়াব সাইনিই!
শেখ হাসিনা ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন : মাওলানা মামুনুল হক
৫৮ জন জেলেকে মিয়ানমার থেকে ফেরত আনলো কোস্টগার্ড
আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনা, এক মাস পর উদ্ধার পাইলটের দেহ
গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে আওয়ামী লীগ - নুরুল আমিন ভূঁইয়া বাদশা
যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে আহ্বান জানাবে লেবানন
সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি -মাওলানা উবায়দুল্লাহ ফারুক
অসাম্প্রদায়িক মনোভাব চাই
পূজা সংক্রান্ত বড় কোন দুর্ঘটনা নেই, বিচ্ছিন্ন কিছু ঘটনায় মামলা ও গ্রেফতার ১৭