শেরপুরে কোরবানির পশুর দাম চড়া
১৬ জুন ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম
কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুর পাহাড় অঞ্চলের অন্যতম বৃহত্তম ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী পশুরহাটসহ জেলার ছোট-বড় পশুর হাটগুলোতে কমবেশি গরুছাগল উঠতে শুরু হয়েছে। এসব হাটে আমদানি হয়েছে কয়েক প্রজাতির গরু। স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা হাটে নিয়ে আসছেন তাদের গরু। তবে আমদানি বেশি হলেও দাম বেশি থাকায় বিক্রি কম হচ্ছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় কোরবানির আগেই গরুর দাম চড়েছে বলে জানান বিক্রেতারা। তারা বলছেন, সরিষার খৈল, ছোলার ভুসি, খেসারি, মাসকালাইয়ের ভুসি, ধানের গুঁড়াসহ সব গোখাদ্যের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। গোখাদ্যের দাম বাড়ায় এবার গবাদিপশু পালন ব্যয় বহুল ছিল। হাটে ক্রেতারা যে দাম বলছেন খামারিদের কাছে তা খুবই কম। ক্রেতারাও বলছেন, এবারে পশুর দাম অনেক বেশিই।
সরেজমিনে ঝিনাইগাতী পশুর হাট ঘুরে দেখা যায়, ছোট-বড় ষাঁড়, বকনা গরুতে পরিপূর্ণ হাট। ক্রেতা-বিক্রেতার সমাগমও অনেক। তবে বড় সাইজের পশুর দাম অনুযায়ী ছোটগুলোর দাম একটু বেশি। সাধারণ ক্রেতাদের ছোট গরুই বেশি পছন্দ করতে দেখা গেছে। ৬০ হাজার থেকে এক-দেড় লাখ টাকা দামের গরু এই হাটে ওঠে। এক ডেইরি খামারের স্বত্বাধিকারী জানান, কোরবানির ঈদকে সামনে রেখে আমার খামারে ছোট-বড় ৭টি গরু পালন করেছি। আজকের হাটে ৩টি গরু নিয়ে এসেছি। ক্রেতাদের সমাগম মোটামুটি থাকলেও বিক্রির অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দাম বাড়ায় গরু পালনে বিপুল ব্যয় হচ্ছে। প্রায় ২-৩ মাস আগে থেকেই গরুর দাম বাড়তি। দাম বাড়ার কারণেই বিক্রি কম হচ্ছে। আশা করছি, সামনের হাটে বেচাকেনা একটু ভালো হবে। সাড়ি কালিনগর গ্রামের শরীফ উদ্দিন সরকার বলেন, আমার বাড়িতে পোষা দুটি গরু হাটে নিয়ে এসেছি। হাটে ক্রেতা থাকলেও বেচাকেনা তেমন হচ্ছে না। যারা এসেছেন তারা যে দাম বলেন, সে টাকায় পশু পালনের খরচও উঠবে না। শালচুড়া গ্রাম থেকে গরু কিনতে আসা নলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা বলেন, শেরপুরের উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট ঝিনাইগাতী। প্রত্যেক বছর বেশ কয়েকটা হাট ঘুরে ঘুরে গরু ক্রয় করি। ঈদকে টার্গেট করে আজকে এ পশুর হাটে দেশি জাতের ছোটবড় গরু আমদানি শুরু হয়েছে। মূলত হাটের পরিস্থিতি দেখার উদ্দেশ্যেই এসেছি। হাটে গরুর আমদানি প্রচুর, তবে দাম অনেক চড়া। এক মণের দাম ২০-৩০ হাজার টাকা আইডিয়া করে গরু কিনতে হবে।
স্থানীয় ক্রেতা ডা. আব্দুল বারী বলেন, হাটে গরুর দাম বেশ চড়া। গত বছরও তুলনামূলক কম ছিল দাম। হাট ঘুরে যা বুঝলাম, এ বছর আমাদের মতো মধ্যবিত্তদের কোরবানির পশু কেনা কঠিন হয়ে যাবে। ৩ মন ওজনের গরুর দাম ১ লাখ টাকা হাঁকছেন বিক্রেতারা। সামনে হাটগুলো জমজমাট হলে আশা করছি, দাম একটু কমতে পারে। ঝিনাইগাতী হাটের ইজারাদারের প্রতিনিধি ফারুক আহমেদ দৈনিক ইনকিলাবকে জানান, শেরপুর জেলার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পশুর হাট আমাদের ঝিনাইগাতী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। কোরবানিকে সামনে রেখে হাটে গরু আমদানি হয়েছে প্রচুর। কিন্ত এবার বেচা বিক্রি কম হচ্ছে। অনলাইনেও খামারিরা বিক্রি করছেন। তবে বাড়তি দামের কারণে বেচাকেনা একটু কমই হচ্ছে। তবে সামনের বাজারে বেচাকেনা বাড়বে বলে তিনি আশা করছেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূঁইয়া ইনকিলাবকে বলেন, ইতোমধ্যেই গরুর হাটে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ দৈনিক ইনকিলাবকে বলেন, গরুর বাজারে পুলিশি তৎপরতা বৃদ্ধির জন্য থানা পুলিশকে বলা হয়েছে এবং ইতোমধ্যেই তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা