আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক
০১ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আজ রোববার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী হচ্ছেন নানা শ্রেণি- পেশার মানুষ।
গতকাল শনিবার পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী হচ্ছেন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। গাবতলী বাস টার্মিনাল এলাকায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন ভিড় না থাকলেও ঢাকা সদরঘাট এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। সকালে গাবতলী থেকে অনেককে ঢাকা ছাড়তেও দেখা গেছে। আবার বিকালে গাবতলী- শ্যামলী-আসাদগেটে ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
এবার কোরবানির ঈদ উদযাপিত হয় ২৯ জুন গত বৃহস্পতিবার। সাধারণত ঈদের আগের দিন ও পরের দিন মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ২৭ জুনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা পাঁচদিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। লম্বা ছুটি শনিবার শেষ হলেও এদিন কর্মস্থল ঢাকাগামী মানুষের ভিড় বেশি ছিল না গাবতলী বাস টার্মিনাল এলাকায়। মাজার রোড ও টেকনিক্যাল মোড়ে ভাড়ার আশায় অপেক্ষা করতে দেখা যায় অনেক মোটরসাইকেল চালককে।
গাবতলী বাস টার্মিনালে অটোরিকশা চালক কামাল হোসেন বলেন,এখনও খুব বেশি মানুষ ঢাকায় ফেরেনি। শনিবার রাতে অনেকেই ঢাকায় আসবে বলে ধারণা করছি। মোটরসাইকেল চালক আরিফুল হক বলেন, ভাবছিলাম শনিবার অনেক মানুষ ঢাকায় ফিরব। ফাঁকা রাস্তায় অল্প সময়ে অনেক ভাড়া মারতে পারুম। কিন্তু বেশি লোকজন ফিরতাছে না। তারপরও বৃস্টি ছাড়ছে না।
সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি রোববার থেকে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার। একটানা পাঁচ দিন বন্ধ থাকার পর এদিন বেলা ১০টা থেকে আগের মত লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা ১০টা থেকে আড়াইটা পর্যন্ত। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবীরা, তবে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ভিড় নেই তেমন। অবশ্য এই পাঁচ দিন পুঁজিবাজার সম্পূর্ণ ছুটিতে থাকলেও পশুর হাট এলাকা ও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা ছিল ঈদের আগের দিন ২৮ জুন পর্যন্ত। পশুর হাট এলাকায় বর্ধিত সময় রাত ১০টা পর্যন্ত খোলা ছিল ব্যাংক।
গতকাল শনিবার ছুটি শেষ হলেও বর্ষপঞ্জি অনুযায়ী ১ জুলাই ব্যাংক হলিডে থাকায় পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকে। ছুটির সময়ে এটিএম বুথ, এমএফএস, কিউ আর কোড ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে ঈদের ছুটির মধ্যেও সমুদ্র, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো খোলা ছিল।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল। তবে এই ছুটি একদিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ কারণে আজ থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসাবে সরকারি চাকরিজীবীরা পাঁচ দিন ছুটি পাচ্ছেন। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও এই পাঁচ দিন বন্ধ থাকবে। গত মঙ্গলবার ও বুধবার তবে অনেক ব্যাংককের শাখা খোলা ছিলো।
গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওনা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়। সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১
২০২৪ সালে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?