বর্ষাকালে নেই পর্যাপ্ত বৃষ্টিপাত পাট জাগ দিতে পারছে না সৈয়দপুরে কৃষকরা
২১ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
চলছে বর্ষাকাল তবুও নেই পর্যাপ্ত বৃষ্টিপাত। এ কারণে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না সৈয়দপুরে কৃষকরা। এ অবস্থায় পাট কেটে জমিতে কেউবা বিল-জলাশয়ের কাছে রেখে দিচ্ছেন। যাতে কাঙ্খিত বৃষ্টি হলে পাট জাগ দিতে পারেন। এদিকে অন্য পদ্ধতিতে পাট জাগ দিতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরে পাটের ফলন ভালো হলেও পানির অভাবে অনেকে ক্ষেতেই পাট ফেলে রেখেছেন। এবার বৃষ্টি কম হওয়ায় ডোবায় পানি নেই। তাই পাট জাগ দিতে পারেননি অনেক কৃষক। মাঠে ফেলে রাখা পাটের আঁশও শুকিয়ে যাচ্ছে। পাট জাগ দিতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা।
কৃষি অফিস বলছে, পানির অভাবে এবার চাষিরা বিপাকে পড়েছেন। চাষিদের রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ১০ লিটার পানিতে ২৫০ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হয়। এপদ্ধতিতে পাট পঁচালে আঁশের মান ভালো থাকে। তবে পাটকাঠি নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমেও বৃষ্টি না হওয়ায় হতাশ পাট চাষিরা। সাধারণত আষাঢ়-শ্রাবণ মাসে খাল-বিল, নদী-নালা পানিতে ভরপুর থাকে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট জাগ দেওয়ার মতো পানি নেই। বিভিন্ন এলাকায় দেখা গেছে, চাষিরা পাট কেটে জমির পাশে বা রাস্তার ধারে, খাল-বিল বা জলাশয়ের পাশে স্তুপ করে রেখেছেন। কেউ আবার অল্প পানিতেই পাটের ওপর মাটি চাপা দিয়ে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন। শতাধিক কৃষক পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না। এ কারণে অনেকের পাট ক্ষেতেই নষ্ট হচ্ছে। কেউ কেউ পুকুর, খাল কিংবা ৫-৭ কিলোমিটার দূরে ভ্যান ও রিকশায় করে নদীতে নিয়ে পাট জাগ দিচ্ছেন। এতে অতিরিক্ত খরচ হচ্ছে পাট চাষিদের। এদিকে আবার বৃষ্টির অভাবে আমনের আবাদ শুরু করতে পারছেন না কৃষক। কেউ কেউ সেচযন্ত্র চালিয়ে আমন চারা লাগাচ্ছেন। কৃষকরা জানায়, প্রতিবছর পানি সঙ্কটে পাট জাগ দেওয়া সমস্যা ও দাম না পাওয়ার কারণে কৃষকরা পাটের আবাদ অনেকটা কমিয়ে দিয়েছেন। শুধুমাত্র জ্বালানির জন্য এই পাট আবাদ করছেন। এছাড়া এই জনপদের পাট মানে ভালো না হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদাও কম থাকে। তবে পাটখড়ির চাহিদা সবসময় থাকে। নিজে ব্যবহার করে বাকিটা বিক্রি করে পাটখড়িতে লাভ আসে সারা বছর। পাট চাষি রহিদুল ইসলাম জানান, ভরা বর্ষায় বৃষ্টি না হওয়ায় জমিতেই পাট নষ্ট হচ্ছে। পাটগাছের পাতা, কা- ও গোড়া মরতে শুরু করেছে। পাট কাটার সময় হলেও জাগ দেওয়ার সমস্যায় পাট কাটতে পারছি না।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, চাষিরা পাট কেটে জাগ দিতে শুরু করেছেন। কোথাও কোথাও পাট পঁচানোর পানির অভাবে বিপাকে পড়েছেন চাষিরা। আমরা চাষিদের রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর পরামর্শ দিচ্ছি। এই পদ্ধতিতে ১০ লিটার পানিতে ২৫০ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হয়। এ পদ্ধতিতে পাট পঁচালে পাটের আঁশের মান ভালো থাকে। এ পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ালে অনাবৃষ্টি হলেও পাটের উৎপাদন ব্যাহত হবে না। পাশাপাশি অর্থকরী ফসল হিসেবে পাট অন্যতম হওয়ায় সেটাকে বাঁচিয়ে রাখতে কৃষকদের আমরা সার্বক্ষণিক খোঁজখবর নেওয়াসহ পরামর্শ দিয়ে যাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বার্সালোনার জয়রথ থামাল সোসিয়াদাদ
প্রিমিয়ার লীগে ফের ইউনাইটেডের জয়
সমতায় শেষ লন্ডন ডার্বি
স্টাবস-কোয়েটজির ব্যাটে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
শেষ ওভারের থ্রিলারে কিউইদের নাটকীয় জয়
দফতর পুনর্বণ্টনের পর কে পেলেন কোনটি
গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা বন্ধ করেছে কাতার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না ইইউ
ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান
আড়াই হাজার লিটার বুকের দুধ দান করে বিশ্বরেকর্ড
পরাজয় নিয়ে ডেমোক্র্যাট শিবিরে উত্তাপ, পাল্টাপাল্টি দোষারোপ
দলীয় পদে শামা ওবায়েদের স্থগিতাদেশ প্রত্যাহার
পরকীয়ার জন্য স্বামী আত্মঘাতী হলে দায় স্ত্রীর নয় : আদালত
ফের রাজপথে
মার্কিন-মেক্সিকো চুক্তি
বিশ্ব সেরা স্কুল
দুঃসংবাদ
৮৮ হাজার টাকা জরিমানা, ৯৩৬ কেজি পলিথিন জব্দ
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সিলেটে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় টিমের মতবিনিময়