পাকুন্দিয়ার নরসুন্দা নদীটি এখন ধানখেত
২২ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
‘আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে...অকূল দড়িয়ার বুঝি কূল নাই রে। কূল নাই-কিনার নাই, নাইকো দড়িয়ার পাড়ি। সাবধানে চালাইয়ো মাঝি আমার ভাঙা তরীরে...। অকূল দড়িয়ার বুঝি কূল নাইরে---।’ নদীমাতৃক এ দেশে একসময় নদীকে ঘিরে এরকম অনেক গান লেখা হয়েছে এবং গাওয়াও হয়েছে। কিন্তু হৃদয় নিংড়ানো ওইসব গান এবং নদীর সেই গর্জন দুই-ই এখন কেবলই স্মৃতি। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই ভাটিয়ালি গান আর নদীর সেই জৌলুস। বেশিরভাগ নদীরই এখন কূল আছে, কিনার আছে। নেই শুধু পানি আর ঢেউ। নদীর বুক চিড়ে আর আসা-যাওয়া করে না পাল তুলা নৌকা। নদীর রূপ-যৌবন আজ আর কিছুই নেই। সব হারিয়ে গেছে। বছরের পর বছর ধরে পলি জমে নাব্যতা হারিয়ে পানি শুন্য হয়ে পড়েছে। ঠিক তেমনি একটি নদীর নাম নরসুন্দা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা নদীটির পাকুন্দিয়ার অংশে এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। কৃষকরা করছেন ধান চাষ।
জেলা কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন নদীর মধ্যে একটি নদী নরসুন্দা। এটি পাশর্^বর্তী হোসেনপুর উপজেলার প্রবাহমান ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়ে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মধ্য দিয়ে এসে পূর্ব দিকে বাঁক নিয়ে আরেকটি নদীর সৃষ্টি হয়েছে। এটিই নরসুন্দা। প্রায় ৬০ কিলোমিটার দৈর্ঘ্যরে এ নদীটি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইটনা উপজেলার ধনু নদীতে গিয়ে মিলিত হয়েছে। এই নদী থেকেই আবার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকা থেকে আরেকটি শাখা বের হয়ে জাঙালিয়া ও চরফরাদী ইউনিয়নের বুক চিড়ে চরকুর্শা গ্রামের টেকেরবাড়ির পাশ দিয়ে পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়েছে। প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এ অংশটুকুই পাকুন্দিয়ার অংশ। নদীটির তখন নাব্যতাও ছিলো ভাল, ছিলো খরস্রোতাও।
এলাকাবাসী জানায়, এ নদী দিয়ে একসময় পাল তুলা নৌকা চলাচল করতো। মাঝি-মাল্লারা ভাটিয়ালি সুরে গান গাইতো। জাহাজে বিভিন্ন পণ্য বোঝাই করে ব্যবসায়ীরা নদীপথে নিয়ে যেত বিভিন্ন অঞ্চলে। তখন নদীতে রুই, কাতল, মৃগেল, শোল, বোয়াল, গজার, শিং, মাগুরসহ নানা জাতের দেশীয় মাছে ভরপুর ছিলো। বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ এসে মাছ ধরতো। আশপাশের জেলেরা এ নদীর উপর নির্ভরশীল ছিলো। হাবুডুবু খেলায় মেতে উঠতো শুশুক। স্বাধীনতার আগেও এ নদীর গভীরতা ছিলো ২০-২৫ ফুট। নদীর এই জৌলুস হারিয়েছে প্রায় ২০-২৫ বছর আগে। কালের আবর্তে নদীটি পুরোপুরি ভরাট হয়ে গেছে। নদীর বুকে জেগে উঠা চড়ে প্রায় এক যুগ ধরে ইরি-বোরো ধান চাষ করছে কৃষকরা। পাকুন্দিয়া উপজেলায় এ নদীর প্রায় আট কিলোমিটার অনেক আগেই বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও নদীর বুকে গড়ে উঠেছে ঘরবাড়ি। পাকুন্দিয়ার মানচিত্র থেকে দিনে দিনে মুছে যাচ্ছে এ নদীর নাম। অথচ এ নদী দিয়েই বাংলার বার ভূইয়ার প্রধান মসনদে আলা বীর ঈশা খাঁ (১৫২৯-১৫৯৯) পাকুন্দিয়ার এগারসিন্দুর থেকে করিমগঞ্জের জঙলবাড়ি দুর্গে নৌবিহারে গিয়েছিলেন।
উপজেলার চরটেকী বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম বলেন, ‘ছোট সময় নৌকা দিয়ে এই নদী পার হয়ে চরফরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তীতে ১৯৮২-৯০ সাল পর্যন্ত পাকুন্দিয়া ডিগ্রি কলেজে গিয়ে পড়াশোনা করেছি। তখন নদীটির পুরোপুরি জৌলুস ছিলো। তখন নদীতে প্রচুর পরিমাণে বোয়াল, শোল, গজার, শিং, মাগুর, রুই, কাতলসহ দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। এখন পানির অভাবে মাছ তো দূরের কথা, নদীটিই আবাদি জমিতে পরিণত হয়েছে। তাই নরসুন্দা নদীটির পুন:খনন করে নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবি)-এর উপ-সহকারী প্রকৌশলী মো. ইয়াসিন খান বলেন, ৬৪ জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল, জলাশয় খনন ‘দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্প’ এর আওতায় এ নদীটিকেও অন্তর্ভুক্ত করে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি পাস হয়ে এলেই খনন কাজ শুরু হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট