পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হলে আন্দোলনের হুমকি
২৫ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর ২৫ বছর চলে গেলেও এর মৌলিক ধারাগুলোর বাস্তবায়ন হয়নি। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থেকেও এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন করেনি। এর কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। দ্রুত সময়ের মধ্যে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংহতি সমাবেশে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতারা এসব কথা বলেন। ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে শামিল ছাত্র ও যুব সংগঠনসমূহের’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কয়েকটি ছাত্র ও যুব সংগঠন এবং বিভিন্ন বামপন্থী ছাত্র ও যুব সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে পার্বত্য এলাকায় দুই দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে এ চুক্তিতে স্বাক্ষর করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য দীপায়ন খীসা বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বলেন যে পার্বত্য পার্বত্য চুক্তির বাস্তবায়ন হয়ে গেছে। আমরা বলি যে সর্বত্র চুক্তির বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অবিলম্বে এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে পার্বত্য চুক্তির বাস্তবায়ন হচ্ছে না। ভূমিদস্যুরা একের পর এক পাহাড় দখল করে পাঁচ তারকা হোটেল তৈরি করছে, পাহাড়ে-সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ নির্যাতিত হচ্ছেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি রাশিদুল হক ননী বলেন, পার্বত্য চুক্তি নিয়ে রাজনৈতিক খেলা হয়। এই চুক্তি বাস্তবায়ন সব রাজনৈতিক দলের দাবি হওয়া উচিত।
ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস বলেন, দশকে সংঘাতময় পরিস্থিতি থেকে বাঁচাতে হলে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই।
সমাবেশে আরো বক্তব্য দেন আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরান, বাংলাদেশ জাসদের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি গৌতম শীল, জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সিং, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা অং সুই সিং মারমা প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ