রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, কাজ বন্ধ
২৬ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৭ এএম

মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নের সট্টি গ্রামে সরকারি রাস্তার জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে। রাস্তার জায়গা দখল করে রাখার কারণে এবং রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি থাকায় রাস্তার কাজ বন্ধ রাখা হয়। বৈদ্যুতিক খুঁটিটি রাস্তার মাঝখানে থাকায় যান চলাচলেও ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে ২৩ জুলাই এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সট্টি গ্রামে মৃত মনসুর উদ্দিনের বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার প্রস্থ প্রায় ৩২ ফিট। কিন্তু মৃত মনসুর উদ্দিনের ছেলে ও নাতিরা রাস্তার জায়গা দখল করে রাখায় রাস্তা নির্মাণে ব্যাহত হচ্ছে। এ নিয়ে বির্তক হলে মাস তিনেক আগে এলাকাবাসীর উপস্থিতিতে জায়গা পরিমাপ করা হয়।
এতে দেখা যায়, রাস্তার জায়গার অধিকাংশই মৃত মনসের উদ্দিন গংদের দখলে। তখন তারা পরিমাপ বানচাল করে দেয় এবং রাস্তার জায়গা না ছেড়ে বরং নতুন করে বেড়া দিয়ে রাস্তার জায়গা দখল করে রাখে।
সরেজমিনে জানা যায়, ২০১৮/১৯ অর্থবছরে উপজেলার লাউতা হতে বালিরটেক আঞ্চলিক সড়কের পশ্চিম খলিলপুর থেকে সট্টি বাজার পর্যন্ত ১৫ শো মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থ রাস্তাটির টেন্ডার দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। ১ কোটি টাকা দরপত্রে রাস্তার কাজটি পায় মেসার্স কিং টেডার্স। করেনাকালীন সময়ে রাস্তার কাজটি করতে না পারায় পরবর্তীতে ধাপে ধাপে কাজ করতে থাকে ঠিকাদার প্রতিষ্ঠানটি। কিন্তু মৃত মনসুর উদ্দিনের বাড়ির স্থানে রাস্তার মাঝামাঝিতে একটি বৈদ্যুতিক খুঁটি থাকায় আটকে যায় রাস্তার কাজ।
সট্টি গ্রামের বাসিন্দা বশির আহমেদ বেনু জানান, মৃত মনসুর উদ্দিনের ছেলেরা রাস্তার জায়গা পরিমাপ করে এবং তাদের সীমানায় বেশ কিছু পরিমাণ সরকারি রাস্তা ঢুকে যায়। কিন্তু পরবর্তীতে তারা আর পরিমাপ মানে না। তাদের দখলকৃত সরকারি রাস্তার জায়গাটুকু ছেড়ে দিলে এই রাস্তা করতে আর কোনো সমস্যা হতো না।
রাস্তার অপরপাশের বাড়ির মালিক কামরুজ্জামান জানান, আমাদের এ পাশে রাস্তার জায়গা খুব সীমিত। সরকারি রাস্তার জায়গা ও পাশ থেকে দখল করে রেখে আমার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে রাস্তা সীমানা নেয়ার চেষ্টা করছে। পরিমাপে সম্পূর্ণ রাস্তা মনসুর উদ্দিনের সীমানা দিয়ে গেছে। এখন তারা রাস্তার সরকারি জায়গা ছাড়ছে না। তাই সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে রাস্তার সঠিক জায়গা নির্ধারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি করছি।
অভিযুক্ত মৃত মনসুর উদ্দিনের নাতি শাহানুর মুঠোফোনে ইনকিলাবকে বলেন, সরকারিভাবে পরিমাপ করে যদি আমাদের সীমানায় রাস্তার জায়গা পায় তাহলে আমরা ছেড়ে দিব।
চালা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ বলেন, এলাকাবাসীর ধারণা রাস্তার জায়গা দক্ষিণ পাশ দিয়েই। তাই পুনরায় রাস্তার জায়গা পরিমাপ করে যেদিক দিয়ে রাস্তা যাবে, ওভাবেই রাস্তার কাজ হবে। আমি দ্রুত ইউএনও মহোদয়ের সাথে কথা বলে রাস্তাটি পরিমাপের ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি। যত দ্রুত সম্ভব সার্ভেয়ার দিয়ে রাস্তাটি পরিমাপসহ রাস্তাটি যেন সঠিক জায়গা দিয়ে করা হয় সে ব্যবস্থা গ্রহণ করছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ফেনীর সাবেক ২ এমপির বাড়িতে ও আ'লীগ কার্যালয়ে আগুন ভাংচুর

ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দিলো ছাত্র-জনতা

আইনের দুয়ার ঘুরে প্রেমিকের বাড়িতে হাজির প্রেমিকা, হাতে বিষের বোতল

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে ভারত থেকে আসার সময় বাংলাদেশি যুবক আটক

অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মৎস্য উপদেষ্টা

রংপুরে শেখ মুজিবের ৩টি ম্যুরাল ভাঙচুর

ইন্টারনেটের অপব্যবহার থেকে ছাত্ররা নিজকে বিরত রেখে পড়ার পরিবেশে ব্যস্ত থাকা উচিৎ : কুতবুল আলম

বিমান টিকিটের মূল্যবৃদ্ধিতে জড়িতদের চিহ্নিতকরণে কমিটি গঠন

সুন্দরগঞ্জে পরকীয়ার বলি মামাতো ভাই, অভিযুক্ত ফুফাতো ভাই-ভাবী আটক

কালীগঞ্জে ১২৩ ফুট উঁচু “বঙ্গবন্ধু টাওয়ার” ভাংচুর ও অগ্নিসংযোগ

তিন দিনেই কারামুক্ত ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক

সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকদের অনশন

মির্জাপুরে স্কাউটস নির্বাচনে সহিনুর-ফরহাদ- সেলিম নির্বাচিত

পাবনায় আওয়ামী লীগ কার্যালয় নামফলক বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

সাইফের আততায়ী নিয়ে নতুন ষড়যন্ত্র, সামাজিক মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

শাওনের আস্ফালন থামাতে যে ফর্মুলা দিলেন পিনাকী

কমলগঞ্জে গাছে গাছে দুলছে আমের মুকুল

মানিকগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা

শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ: সারজিস