পুলিশ কর্মকর্তার রোষানল থেকে বাঁচতে চান ছামাদ
০৪ আগস্ট ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
রাকিব নামে ফরিদপুরের ডিবি পুলিশের এক কর্মকর্তার ব্যক্তিগত রোষানল থেকে বাঁচতে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ছামাদ খান নামে এক ভুক্তভোগী। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। তিনি বলেন, আমি ওষুধের পাশাপাশি রেন্ট এ কারের করি। ২০১৭ সালে আমার নিজ থানা মধুখালীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন রাকিব। তখন আমার পারিবারিক একটি মামলা ওসি রাকিব নিজে তদন্ত কালে তাকে ৩০ হাজার টাকা দিই। কিন্তু তার চাহিদা মোতাবেক টাকা না দেওয়ায় তিনি আমাকে ‘পরিণাম অনেক খারাপ হবে’ বলে হুমকি দেন। রাকিব ওই মামলায় আমার মাইক্রোবাসটি মিথ্যা তথ্য দিয়ে জব্দ করেন। পরে আমি কোর্ট থেকে গাড়ি ছাড়িয়ে আনি। গত ১৯ জুলাই আমার ড্রাইভার প্রশান্ত কুমার সাহা আমাকে না জানিয়ে ঢাকার একটা ভাড়া ধরেন। চারজন যাত্রী নিয়ে তিনি মধুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে এসআই জাকির নামে ডিবির একজন সদস্য আলী আকবর নামে অপর এক ব্যক্তিকে গাড়িতে তোলেন। আমার গাড়িটি ঢাকা ( মেট্রো-চ-৫৩-১০২০, রং মেরুন) ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় পৌঁছলে একটি ডিবির গাড়ির সামনে থামে। পরে ডিবি পরিচয়ে মোটরসাইকেলে তুলে আমার ড্রাইভার প্রশান্ত কুমারকে তাদের অফিসে নিয়ে যায়। পরে আমার গাড়িটিও ডিবি অফিসে নেওয়া হয়।
ছামাদ খান বলেন, এরপর গত ২০ জুলাই পুলিশ কর্মকর্তা রাকিব ফোন করে সাত লাখ টাকা ঘুষ দাবি করেন। আমি তা দিতে অস্বীকার করলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে এসআই জাকির আমাকে ফোন করে রাকিবের কথা বলে ফের ৭ লাখ টাকা ঘুষ চান। আমি টাকা দিতে চাইনি বলে ক্ষমতার প্রভাবে আমার গাড়িটি একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় তারা। যার মামলা নম্বর- ৬৪ কোতোয়ালী জি আর ৬১৭/২৩ এবং এই মামলায় আমার ড্রাইভার প্রশান্ত কুমারকে ৬ নম্বর পলাতক হিসেবে দেখানো হয়। অথচ, আমার ড্রাইভার প্রশান্ত কুমার সাহাকে ধরে নিয়ে যাওয়ার পরদিন দুই লাখ টাকার বিনিময়ে তাকে ছাড়ে পুলিশ। এ প্রমাণ ফরিদপুর জেলা এসপি অফিসের সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে। তিনি আরও বলেন, সর্বশেষ গত ২১ জুলাই রাতে রাকিব আমাকে ফোন দিয়ে গালিগালাজ করেন ও মিথ্যা মামলা দিয়ে সারা জীবন জেলে রাখার হুমকি দেন। আমাকে গুলি করে হত্যার হুমকিও দেন তিনি। আমি তার বিরুদ্ধে এর আগে পুলিশ প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছি। ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ হেড কোয়ার্টারে একটি চিঠি দিয়েছি ডাক বিভাগের মাধ্যমে জিপি করে। এরপর থেকে তার দৌরাত্ম্য আরও বেড়েছে। সেই থেকে প্রতিদিন ডিবি আমাকে ধরতে অভিযান চালাচ্ছে। আমি জীবনের ভয়ে ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করতে পারছি না। যেকোনো সময় ডিবি রাকিব আমাকে মেরে ফেলতে পারেন, অথবা আমাকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিতে পারেন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচারসহ জীবনের নিরাপত্তা দাবি করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড