আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবি
১৭ আগস্ট ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
এবার আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ দাবি করেছে ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় তাদের পদত্যাগ দাবি করে সংগঠনটি। পদত্যাগ করা না হলে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট এজে. মোহাম্মদ আলী, মো: জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় সিনিয়র অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজলসহ বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ১৫ আগস্ট বাংলাদেশ সুপ্রিমকোর্ট আয়োজিত শোক সভায় প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতির বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেল এবং ১৬ আগস্ট জাতীয় পত্রিকাসমূহে সবিস্তারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন।
তিনি বলেন, দেশের আপামর জনগণের আশা ভরসার স্থল হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সংবিধানের ৩য় তফসিলে বর্ণিত শপথের মাধ্যমে দেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের অঙ্গীকার করে থাকেন। একই সঙ্গে ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করার অঙ্গীকার করে থাকেন। কিন্তু গত ১৫ আগস্টের আলোচনা সভায় দেয়া কয়েকজন বিচারপতির বক্তব্যের কিছু কিছু অংশ বিচারপতি হিসেবে নেয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন কি না তা প্রশ্ন করার দাবি রাখে। সাধারণত কোনো রাজনৈতিককর্মী তার দলীয় সভায় যে ধরণের বক্তব্য দিয়ে থাকেন, অনেক বিচারপতির বক্তব্যে তেমনই একজন রাজনীতিবিদের বক্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ হিসেবে বিচারপতিদেরকে চিহ্নিত করেছেন। তিনি স্পষ্টতই দেশের চলমান রাজনৈতিক বিষয়ে শাসক দলের নেতাদের মতো রাজনৈতিক বক্তব্য দিয়ে বলেছেন, ‘ইদানীং সুষ্ঠু নির্বাচন, বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রদূত এসব নিয়ে তোলপায় হয়ে যাচ্ছে শুধু ভোট দেয়াই একমাত্র গণতন্ত্র নয়।
বিচারপতি আবু জাফর সিদ্দিকী নির্বাচনের মাধ্যমে জন প্রতিনিধি নির্বাচনের যে মৌলিক অধিকার জনগণের রয়েছে তার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছেন, সারা পৃথিবীতে নির্বাচন হয়, কেউ তাকিয়েও দেখে না। কিন্তু নির্বাচন ঘিরে সব নজর বাংলাদেশের দিকে কেন?
উচ্চ আদালতের বিচারপতিদের এমন বক্তব্য কতটুকুন বিচারক সুলভ বা রাজনৈতিক মতাদর্শের পরিচায়ক তা সহজেই অনুমেয়। তারা বিচারপতির মহত্ত্ব ধারণ করতে পারেন কি না তা জনমনে অনেক সংশয় ও প্রশ্ন রাখছে।
কায়সার কামাল বলেন, এ দেশের জনগণের ভোটাধিকার ক্রমাগতভাবে অস্বীকার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো তথাকথিত নির্বাচনের মতো করে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার স্বপ্ন দেখছে এই অনির্বাচিত সরকার। গত ১৫ আগস্টের অনুষ্ঠানে কয়েকজন বিচারপতির বক্তব্যের মাধ্যমে তা উচ্চারিত হয়েছে বলে দেশের অনেক সচেতন নাগরিক মহল মনে করছেন। এর মাধ্যমে বিচারপতিগণ শাসক দলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। যা শুধুমাত্র বিচার বিভাগ নয় আমাদের জাতির জন্য এক অশনি সংকেত এবং যা দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থি। এ প্রেক্ষিতে এই সকল স্বঘোষিত ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ওই বক্তব্যের প্রতিবাদে সারা দেশের আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক বেনাপোলে
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা পড়া ৭২ পর্যটক উদ্ধার
‘ইন্ডিয়া’ থেকে কংগ্রেসের বহিষ্কার চায় কেজরিওয়ালের দল!
নরওয়েতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, গুরুতর আহত ৪
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা