বাড়ল সূচক, ৩০০ কোটির নিচে নামল লেনদেন
১৭ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
নানা গুঞ্জনে টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। বিপরীতে প্রকট হয়ে উঠেছে লেনদেন খরা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। চলতি বছরের ২৮ মার্চের পর ডিএসইতে এই প্রথম ৩০০ কোটি টাকার কম লেনদেন হলো।
শেয়ারবাজারে লেনদেন খরা দেখা দিলেও ডিএসই এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে দুই বাজারেই মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এ উত্থানের পেছনে মূল ভূমিকা পালন করেছে অংশীজনদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক করা এবং ছড়িয়ে পড়া গুঞ্জনের আতঙ্ক কেটে যাওয়া।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর পরই মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসির এই বৈঠকের সংবাদ ছড়িয়ে পড়লে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়ে যায়।
এতে লেনদেনের ১০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক বাড়ে ২২ পয়েন্ট। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এমন ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৫৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ৮টির। আর ১৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেন আশঙ্কজনক হারে কমে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৫১ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫২ কোটি ১ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২৮ মার্চের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো। গত ২৮ মার্চ বাজারটিতে ২৭২ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়।
এই লেনদেন খরার দিনে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, দেশবন্ধু পলিমার, বেক্সিমকো সুকুক, লিগাসি ফুটওয়্যার, জেমিনি সি ফুড এবং সোনালী পেপার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬টির এবং ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৬৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ৯২ লাখ টাকা।
অংশীজনদের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাছাই করা ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি, মিউচ্যুয়াল ফান্ড এবং বন্ড মার্কেট নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারবাজারে অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ডগুলোকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বাজারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তারা যেন ডে ট্রেডারের ভূমিকা না পালন করেন, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু